মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরে ১৯টি ইটভাটা চলছে অবৈধভাবে; যার মধ্যে ৮টি ভাটার নেই ছাড়পত্র আর ১১টি ভাটার ছাড়পত্রের নবায়ন বন্ধ রেখেছে পরিবেইশ অধিদপ্তর। বাকি ৪০টি ভাটা বৈধতার কাগজ পত্র দেখালেও তার বেশির ভাগই গড়ে উঠেছে পরিবেশ অধিদপ্তরের সুনির্দিষ্ট আইন উপেক্ষা করেই। কৃষি জমি, জনবসতি, হাটবাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষেই চলছে এসব ভাটার কার্যক্রম। কেটে নেয়া হচ্ছে কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের অংশ)। তারপরও তারা পাচ্ছেন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র!
নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই জেলা প্রশাসনের লাইসেন্সও কিন্তু তারপরেও চলছে ইট ভাটাটি! কিভাবে তা সম্ভব? বছরের পর বছর এভাবে চললেও পেছনের কাহিনী আমরা বুঝে উঠতে পারি না। আমার বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১শ’ মিটার দূরত্বে ইটভাটাটি। এটি জনঘন বসতিপূর্ণ এলাকা। স্বাস্থ ঝুঁকি তো আছেই কিন্তু কেউ তো বন্ধও করতে পারছে না। এটার রহস্যও আমাদের ভাবায়- কথাগুলো বলে আবারও অনিশ্চয়তার ভাবনা ফুটে ওঠে শরীয়তপুর সদর উপজেলার ১০১নং উত্তর দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া মেরিনের চোখে মুখে।
প্রধান শিক্ষক যে অবৈধ ইটভাটার কথা বলছিলেন সেটির নাম মেসার্স মদিনা ব্রিকস। সদর উপজেলার বুড়িরহাটের দেওভোগ এলাকায় মালিকানা বদল করে ২০১৭ সালে নতুনভাবে চলছে। রোববার ভাটায় গিয়ে দেখা গেলো শ্রমিকদের কর্ম ব্যস্ততা। ইট তৈরি, পোড়ানো এবং তা বিক্রি চলছে ধুমধাম ভাবেই। দেখে বোঝার উপায় নেই ভাটাটি পুরোপুরি অবৈধভাবে চলছে। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর মাসে মদিনা ব্রিকসে অভিযান চালায় প্রশাসন। পরিবেশের ছাড়পত্র আর জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় স্কেবেটর মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় অবকাঠামো। জরিমানা করা হয় ২ লাখ টাকা। বন্ধ ঘোষণা করা হয় ইট তৈরি ও পোড়ানো। নেয়া হয় মুচলেখাও। মৌসুমের শুরুতে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসে সদর উপজেলা নির্বাহী কর্তকর্তার নেতৃত্বে চলে অভিযান। সেই আগের মতোই কাগজপত্র না পেয়ে ভাটা চালানোর দায়ে করা হয় ৩ লাখ টাকা জরিমানা। লাভ কি? বীরদর্পে কাজ চালিয়ে যাচ্ছে মদিনা ব্রিকস।
ওই প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন হাওলাদার বলেন, আমি ভাটায় দুই মাস ধইরা চাকরি করি। সব কিছু আমার জানা নাই। কাগজ পত্র আমার কাছে নাই। কয় দিন আগে মেজিসটেট সারে আইসা কাগজপত্র চাইছিল দিতে পারি নাই। তিন লাক টাকা জরিমানা করছে। আগে তো আরও কয়েক বার বন্ধ করা হয়েছে তারপরও কেন চালাচ্ছেন জবাবে তিনি বলেন, শুনছি গত বছর ভাইংগা দিছিল কিন্তু আমরা কাম করি আমাগো এইসব দেখার কথা না। মালিক সব জানে তার সাথে কথা কন।
হাইকোর্টের আদেশে ২০১৯-২০ অর্থবছরে অবৈধ ৮টি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালায় শরীয়তপুরের প্রশাসন। কোন ধরনের বৈধ কাগজপত্র না থাকায় ভেক্যু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ভাটার অবকাঠামো। ফায়ার সার্ভিসের সাহায্যে পানি ছিটিয়ে নষ্ট করা হয় ভাটার সব ইট। এ বছর মৌসুমের শুরু থেকেই ইট পোড়ানোর কাজ শুরু হয় ওইসব ভাটায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুর ৫৯ টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১১টি ভাটার ছাড়পত্র নবায়ন নেই আর ৮টি ইটভাটা মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চালিয়ে যাচ্ছে কার্যক্রম। এই ১৯ ইটভাটার জেলা প্রশাসনের লাইসেন্স ইস্যু করা হয়নি।
মদিনা ব্রীকস, মেসার্স শরীয়তপুর ব্রিক ফিল্ড, মেসার্স যমুনা ব্রিকস, মের্সাস কির্তীনাশা ব্রিকস, মেসার্স জে.আই.বি ব্রিকস, মেসার্স ঢালী ব্রিকস, মেসার্স আর.বি.এম ব্রিক, মেসার্স তন্ময় ব্রিক, হাওলাদার ব্রিক।
ফেম ব্রিক ম্যানুফ্যাকচারিং, মেসার্স খান ব্রিক ফিল্ড, মেসার্স এমবিএম ব্রিক, মেসার্স বিশ^ ওলি ব্রিকস ম্যানুফ্যাকচারিং, মেসার্স ভান্ডারি ব্রিক ফিল্ড, ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং, মোল্লা ম্যাক্স ব্রিক, হ্যাপি ব্রিকস ও ফরাজি এন্ড মজুমদার ব্রিক।
ডামুড্যা উপজেলার বাহেড্যা গ্রামের কৃষি জমিতে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিক ফিল্ড নামের ইটভাটাটি দীর্ঘ ৯ বছর ধরে কোন রূপ বৈধতা ছাড়াই চলছে। এবারও তৈরি হয়েছে ইট। ভাটায় গিয়ে পাওয়া গেলো ওই প্রতিষ্ঠানের মালিক বেনী আমিন কালু হাওলাদারকে। সাংবাদিক দেখেই চটে যান তিনি। অবৈধ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন চালাচ্ছেন এটা কিভাবে সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনাদের মতো সাংবাদিকদের ম্যানেজ করেই চলেছি। সব কিছু জেনেও আপনি এতো প্রশ্ন করছেন কেন? আপনারা না দেখাইলে তো আর সমস্যা হয় না। এ মৌসুমডায় ইটগুলি পোড়াইতে পারলে আর ভাটা রাহুম না।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাও নেয়া হয়েছে। প্রশাসনে নির্দেশ উপেক্ষা করে যারা কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই পরিবেশ বা জনস্বাস্থ্যের ক্ষতি করার কারো অধিকার নেই।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রতিনিধি, ঢাবি
টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রবিন হোসেন (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।
ঢাকার দোহার উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৩ জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের সীতাকুন্ডে মোছাম্মদ আকসা (৪) নামে এক কন্যাশিশু ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করেছেন, ‘পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়?
পূর্ব শত্রুতার জের ধরে মোবাইল চুরির অপবাদ দিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়নপুর গ্রামে বিল্লাল
দিনাজপুরের খানসামা উপজেলায় ফের ট্রাক্টরচাপায় বাঁধন ইসলাম (২০) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জেলার ৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
রংপুরের বদরগঞ্জ ও গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রেম ও বিয়ে সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে তিন তরুণী।
৪৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয় ধরে লালপুর উপজেলার নান্দ খালের ৬ দশমিক ২ কি.মি. পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বাগেরহাটে পরিবহন বাসের ছাদের যাত্রীদের ভাড়া আদায় করতে গিয়ে রাস্তায় পড়ে ইমরান (২২) নামের একজন ভাড়া আদায়কারির মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘সুকৈ’ ত্রিপুরা জাতিগোষ্ঠীর বিশেষ একটি খেলা।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে সাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাক চালককে গুলি করেছে তার প্রতিপক্ষ।
দেশের বৃহত্তর জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান পটিয়ায় ওয়েস্টার্ন মেরিনশিপ ইয়ার্ডের স্টোর অফিসার আবছার উদ্দিনকে অপহরণ
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যপরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলায় ফের ট্রাক্টরচাপায় বাঁধন ইসলাম (২০) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জেলার ৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
রংপুরের বদরগঞ্জ ও গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রেম ও বিয়ে সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে তিন তরুণী।
৪৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয় ধরে লালপুর উপজেলার নান্দ খালের ৬ দশমিক ২ কি.মি. পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বাগেরহাটে পরিবহন বাসের ছাদের যাত্রীদের ভাড়া আদায় করতে গিয়ে রাস্তায় পড়ে ইমরান (২২) নামের একজন ভাড়া আদায়কারির মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘সুকৈ’ ত্রিপুরা জাতিগোষ্ঠীর বিশেষ একটি খেলা।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে সাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাক চালককে গুলি করেছে তার প্রতিপক্ষ।
দেশের বৃহত্তর জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান পটিয়ায় ওয়েস্টার্ন মেরিনশিপ ইয়ার্ডের স্টোর অফিসার আবছার উদ্দিনকে অপহরণ
রাজশাহী নগর ও ডিবি পুলিশ তাদের ১২টি থানা এলকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩৬ জনকে আটক করেছে।
যশোরে এবার মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দুই বোনকে সাত শর্তে বাড়িতে সাজাভোগের আদেশ দিয়েছেন আদালত।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই বছরের শিশু সন্তান নিহত হয়েছে।
ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ১০ হাজার ৬শ’ ১৯ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছে।
পটুয়াখালীর দশমিনায় নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নিতে দিনে দিনে আগ্রহ বেড়েই চলেছে।
কিশোরগঞ্জে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টায় ট্রেনের নিচে কাটা পড়ে খাইরুল ইসলাম (৩০) নামের এক যুবকের হয়েছে।
ঝালাকাঠি জেলা ও দায়রা জজ আদালত ঝালকাঠি শহরের আলোচিত শাহাদাত হোসেন হত্যা মামলায় ৩ জনকে যাবতজীবন কারাদন্ড
ফরিদপুরের সালথায় ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।