মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
রেজাউল করিম
কাসেম গ্রুপের যাত্রা শুরু অনেক আগে। তখন দেশে তেমন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। কামেস গ্রুপই ১৯৮০ সালে আইএসও সার্টিফিকেট পাওয়া একমাত্র ড্রাইসেল কোম্পানি। কয়েক যুগ ধরে সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসা এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিজেদের অভিনবত্ব ধরে রেখেছে। প্রতিযোগী অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন নিজেদের প্রচার প্রচারণায় অর্থ খরচ করতে গিয়ে মানহীন পণ্য উৎপাদন করছে, সেখানে কাসেম গ্রুপ নীরবে ‘সমাজের প্রতি দায়বদ্ধতা’ সঙ্গে এগিয়ে চলেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও মাহবুবুল আলমের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শুরু থেকেই কোম্পানিটি সব সময় গুণগত মান ও নতুনত্ব ধরে রেখেছে। যখন কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় তখন দেশে সেভাবে শিল্প গড়ে উঠেনি। তখন তারা পাট রপ্তানি শুরু করে। তারাই সবচেয়ে বেশি পাট রপ্তানিকারক ছিল সেই সময়। তারপর টেক্সটাইল রপ্তানি শুরু হয়। দেশের প্রাইভেট সেক্টরের দিক দিয়ে এটিই প্রথম কোম্পানি। এর আগে কোন প্রাইভেট কোম্পানি ছিল না। টেক্সটাইল খাতে অনেকগুলো কোম্পানি ছিল প্রতিষ্ঠানটির।
মূলত কাসেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তখন টেক্সটাইল প্রডাক্ট উৎপাদন করত। কিন্তু সেই ব্যবসা এক সময় প্রায় বন্ধ হয়ে যায়। এরপর প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন শুরু করে। তখন হাতে গোনা কয়েকটি ব্র্রান্ডের ব্যাটারি উৎপাদন হতো। যেমন হক, চান্দা, অলেম্পিক ইত্যাদি। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যাটারির মার্কেটের প্রায় ৭৫ শতাংশ শেয়ার দখল করে আছে। এরপর ব্যাটারি অপারেটেড যেসব পণ্য আছে সেগুলো উৎপাদন শুরু করে। এরপর আসে গ্যাসলাইটসহ আরও কয়েকটি পণ্য। এর পাশাপাশি আরেকটি ফ্যাক্টেরি চালু করে। সেটার নাম কাসেম ফুড প্রডাক্ট।
সিইও মাহবুবুল আলম সংবাদকে বলেন, ‘আমরা প্রথমে মার্কেট রিসার্চ করলাম। দেখলাম, চিপসের মার্কেটের প্রবৃদ্ধি খুব ভালো। এই পণ্য উৎপাদনে আমরা ভালো করতে পারব। কারণ মার্কেটে যেসব চিপস পাওয়া যায়, সেগুলো প্রকৃত পটেটো চিপস নয়। বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করে সেগুলোকে পটেটো চিপস বলে চালিয়ে দেয়া হয়। আমরাই প্রথম তৈরি করলাম প্রকৃত পটেটো চিসপ। পটেটো চিপসের প্রায় ৬০ শতাংশ মার্কেট শেয়ার আমাদের। এরপর আমরা প্রন ক্যাকার্স তৈরি শুরু করলাম। এই প্রন ক্যাকার্সের মানও অনেক ভালো। প্রন ক্রাকার্সের ৬০ শতাংশ মার্কেট শেয়ার আমাদের। এরপর আমরা ঘি তৈরি শুরু করি। বাজারের অন্যান্য কোম্পানি যেভাবে ঘি তৈরি করে তা দেখলে কেউই ঘি কিনবে না। কারণ এগুলো খুবই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হয়। আমাদের সান ব্র্রান্ডের ঘি তৈরি করা হয় একেবারে অটোমেশিনে এবং স্বাস্থ্যকর পরিবেশে। আমাদের প্রডাক্ট তৈরির প্রসেসটা এতোটাই স্বচ্ছ যে, সেখানে মান হ্রাসের কোন উপায় থাকে না। বাটার সংগ্রহ থেকে শুরু করে ঘিয়ের কন্টেনার কার্টনে মুড়িয়ে বের হওয়া পর্যন্ত অটোমেশনেই হয়। বাজারের অন্য ঘি তৈরির জন্য ওপেন প্লেসে দুধ জ্বাল দেয়া হয়। সেখানে কোন হাইজিন মানা হয় না। আমাদের ঘি তাদের থেকে আলাদা গুণে ও মানে।’
এছাড়া কাসেম গ্রুপের আরও অনেকগুলো পণ্য আছে যেমন মশা মারার স্প্রে, এয়ারফ্রেসনার, গ্যাস সিলিন্ডার ইত্যাদি। এসব পণ্য তৈরিতে ইউনিক স্টাইল ধরে রেখেছে কাসেম গ্রুপ। যেমন অন্যান্য এয়ারফ্রেসনার উৎপাদক কোম্পানিগুলো এক জায়গা থেকে সিলিন্ডার কিনে, আরেক জায়গা থেকে গ্যাস কিনে, তারপর আরেক জায়গা থেকে উপরে কভার করা প্লাস্টিকটা কিনে। তারপর সবগুলোকে এক জায়গায় করে এয়ারফ্রেসনার তৈরি করে। কিন্তু কাসেম গ্রুপের একটা প্রডাক্ট তৈরি করতে যতগুলো উপাদান প্রয়োজন হয়, সবগুলো তারা নিজে উৎপাদন করে। যেমন একটা এয়ারফ্রেসনার তৈরি করতে যা লাগে আমরা সবই এক সঙ্গে অটো মেশিনে দিয়ে দেয়। তারপর সবগুলো এক সঙ্গে হয়ে মূল পণ্যটি উৎপাদন হয়।
তিনি বলেন, ‘অন্যদের সঙ্গে আমাদের পার্থক্য, আমরা কারও কোন উপাদান নিয়ে পণ্য তৈরি করি না। পণ্যে সঙ্গে জড়িত সব উপাদান আমরা নিজেরাই তৈরি করি। কাসেম ইন্ডাস্ট্রিজ এই দিকে অন্য সবার চেয়ে আলাদা। আমরা গুণগতমানের সঙ্গে কোন ধরনের আপস করি না।’
কাসেম গ্রুপের সান ব্রান্ডের পানির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সান ব্রান্ডের পানি বাজারের সবার চেয়ে ভালো মান দিয়ে তৈরি করি। উত্তরবঙ্গ থেকে ভুর্গস্থ পানি সংগ্রহ করি। তারপর পানির ক্ষতিকারক অংশটুকু ফেলে বিশুদ্ধ অংশটুকু রাখি। তাই আমাদের পানিতে মিনারেল অটুট থাকে। অন্যদের পানিতে মিনারেল থাকে না। কারণ তারা প্রায় সবাই আরও (রিভার্স ওসমোসিস) পদ্ধতি ব্যবহার করে। এতে পানির সঙ্গে যে মিনারেল থাকে, সেগুলোও বের হয়ে যায়। অর্থাৎ রিভার্স ওসমোসিস পদ্ধতিতে পানি বিশুদ্ধ হয়, এটা ঠিক, কিন্তু মানবদেহের জন্য প্রয়োজনীয় মিনারেল থাকে না। আমাদের পানিতে সেসব মিনারেল অটুট থাকে। যে গ্রাহক একবার আমাদের সান ব্রান্ডের পানি পান করবে, সে বাজারের অন্য কোন পানি মুখে নিলেই বুঝতে পারবে পার্থক্য।’
চিপস তৈরি প্রক্রিয়ার বর্ণানা দিয়ে তিনি বলেন, ‘পটেটো চিপস উৎপাদনেও আমরা একই পদ্ধতি অবলম্বন করি। আলুর চিপস তৈরির জন্য জার্মানি থেকে আলাদা জাতের আলুর প্রয়োজন হয়। সেই আলুর বীজ আমদানি করে আমাদের নিবন্ধিত কৃষক দিয়ে চাষাবাদ করাই। তারপর তাদের কাছে সেই আলু সংগ্রহ করে চিপস বানাই। বর্তমানে আমরাই রিয়েল পটেটো চিপস তৈরি করি। বাজারে থাকা অন্য ব্রান্ডের পটেটো চিপস বলা হলেও সেগুলো প্রকৃত পটেটো চিপস নয়।’
কাসেম গ্রুপের পণ্যগুলোর মধ্যে পটেটো চিপসে ৬০ শতাংশ, প্রন ক্র্যাকার্সে ৬০ শতাংশ, গ্যাসলাইটে ৮০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। এছাড়া নতুন পণ্যের মধ্যে সান ব্রান্ডের পানি, ঘি, সেভিংস ফোম, এয়ারফ্রেসনারসহ প্রায় ৪০টি পণ্য রয়েছে। শতভাগ গুণগত মান ও নতুনত্ব নিয়ে আগামীতে আরও পণ্য উৎপাদন করতে চায় প্রতিষ্ঠানটি।
অর্থনৈতিক বার্তা পরিবেশক
অর্থনৈতিক বার্তা পরিবেশক
সংবাদ অনলাইন ডেস্ক
অর্থনৈতিক বার্তা পরিবেশক
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম রঙ নির্মাতা প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ লিমিটেডের কাছে ৩০ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে দেশের শেয়ারবাজার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী
টানা তিন কার্যদিবস উত্থানের পর বড় পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে।
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নে গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবারের (১১ জানুয়ারি) মতো মঙ্গলবারও (১২ জানুয়ারি) উত্থানে শেষ শেয়ারবাজার লেনদেন।
পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই অর্থায়ন (পরিবেশ বান্ধব অর্থায়নসহ) লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রতিবছর জানুয়ারি মাসের শেষ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স
পেমেন্ট গেটওয়ে সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পেয়েছে পোর্টেনিক্স লিমিটেড।
করোনা সংক্রমণ ঠেকাতে হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল, এন-৯৫ ও কেএন-৯৫ মাস্ক, ফেস শিল্ড, করোনা পরীক্ষার
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পতন হলেও রবিবার (১০ জানুয়ারি) উত্থানে শেষ শেয়ারবাজার লেনদেন।
প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু ও বিনিয়োগবিষয়ক ধারণা প্রদানের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোন বিনিয়োগকারী নেই।
ব্যবসা পরিচালনার পারিপার্শ্বিক অবস্থার ক্রমাগত পরিবর্তনের সঙ্গে মিল রেখে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) কোম্পানি লিমিটেড তার করপোরেট লোগো পরিবর্তন করেছে।
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান স্টান্ডার্ড চার্টার্ড
ইস্পাহানি মির্জাপুর টানা ষষ্ঠবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড হওয়ার পুরস্কার জিতেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের
নির্মাণকাজের গতি বৃদ্ধির জন্য টিসিবির মাধ্যমে শুল্কবিহীন রড আমদানির উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ (বিএসিআই)।
আধুনিক নগরায়ণ ব্যবস্থায় আবাসন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
গত সপ্তাহে (০৩-০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।
গত বছরের শেষ সপ্তাহের মতো নতুন বছরের প্রথম সপ্তাহেও আরও ২২ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে।
অন্য ব্যবসার মতো বিলাসি পণ্য গাড়ি বিক্রিতেও ধস নেমেছে করোনায়।
চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্র ইসলামী
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৩তম সভায় সর্বসম্মতিক্রমে
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
বুধবার (৬ জানুয়ারি) উত্থান হলেও বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পতনে শেষ শেয়ারবাজার লেনদেন।
বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রীম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার
মঙ্গলবার (৫ জানুয়ারি) বড় পতন হলেও বুধবার (৬ জানুয়ারি) ফের উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে।
দেশের ৬৪টি নন-লাইফ ইন্স্যুরেন্সের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিড়িতে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য ইউনিয়ন।
ইংরেজি নববর্ষ উপলক্ষে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল সারাদেশে শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’।
কাসাভা চাষের জন্য প্রাণ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। প্রাণ-এর পক্ষ থেকে দেশে কাসাভা চাষের উদ্যোগ নেয়ার পর এখন পর্যন্ত এ ফসল চাষে প্রায় ২০০০ কৃষক চুক্তিবদ্ধ হয়েছেন।
গত বছর ১৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক নেমেছিল ৩ হাজার ৬০৩ পয়েন্টে।
মহামারীর কারণে দেশের অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে উঠতে আয়কর দেয়ার মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় সরকার।
গত বছরের শেষ সপ্তাহের মতো নতুন বছরের প্রথম সপ্তাহেও আরও ২২ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে।
অন্য ব্যবসার মতো বিলাসি পণ্য গাড়ি বিক্রিতেও ধস নেমেছে করোনায়।
চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্র ইসলামী
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৩তম সভায় সর্বসম্মতিক্রমে
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
বুধবার (৬ জানুয়ারি) উত্থান হলেও বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পতনে শেষ শেয়ারবাজার লেনদেন।
বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রীম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার
মঙ্গলবার (৫ জানুয়ারি) বড় পতন হলেও বুধবার (৬ জানুয়ারি) ফের উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে।
দেশের ৬৪টি নন-লাইফ ইন্স্যুরেন্সের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিড়িতে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য ইউনিয়ন।
ইংরেজি নববর্ষ উপলক্ষে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল সারাদেশে শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’।
কাসাভা চাষের জন্য প্রাণ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। প্রাণ-এর পক্ষ থেকে দেশে কাসাভা চাষের উদ্যোগ নেয়ার পর এখন পর্যন্ত এ ফসল চাষে প্রায় ২০০০ কৃষক চুক্তিবদ্ধ হয়েছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারণে প্রায় ৭-৮ মাস যাবৎ সব ধরনের মেলা বন্ধ ছিল।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে পূর্বাচলের ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এ অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আজ থেকে আবেদন শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের শেষ সপ্তাহে (২৭-৩০ ডিসেম্বর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ বাধ্যতামূলক করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের শেষ সপ্তাহে ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া বয়স্ক-বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে।
প্রাইম ব্যাংক সম্প্রতি সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের অঙ্গপ্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য অত্যাধুনিক রিয়েল-টাইম রেমিট্যান্স সার্ভিস ‘রেমিটপ্রাইম’ চালু করেছে।
বিদায়ী বছরের শেষ কার্যদিবসে দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ৩০ ডিসেম্বর বুধবার
শুল্ক হ্রাস ও আমদানির খবরে সারাদেশে কমতে শুরু করেছে চালের দাম।
করেনার মধ্যে নানা উত্থান-পতনে চলেছে আন্তর্জাতিক পণ্যের বাজার। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল স্বর্ণ ও রুপার বাজার।