মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
কথিত নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কলেজটি
নিজস্ব বার্তা পরিবেশক রংপুর
রংপুর নগরীর ধাপ বুড়িরহাট রোড এলাকায় অবস্থিত নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে কলেজ কতৃপক্ষের প্রতারনার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে মঙ্গলবারও দিনভর রংপুর মেডিকেল কলেজ চত্বরে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা বিএমডিসির সভাপতিকে অবরুদ্ধ করে তাদের শিক্ষা জীবন রক্ষা করার দাবি জানায়। এ সময় তিনি ২/১ দিনের মধ্যেই নর্দান মেডিকেল কলেজের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবার ঘোষনা দেন।
এদিকে বিএমডিসি ও রাজশাহি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন ছাড়াই তিন শতাধিক শিক্ষার্থীর সাথে প্রতারনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগে নর্দান মেডিকেল কলেজটির অনুমোদন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। সেই সাথে সেখানে অধ্যায়ন রত মিক্ষার্থীদের দেশের বিভিন্ন বেসরকারী মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ দেবার লক্ষ্যে মাইগ্রেশন করার নির্দ্দেশ দেয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান প্রতারনার শিকার নর্দান প্রাইভেট মেডিকেল কলেজটি পুরোপুরি বন্ধ ঘোষনা করা হলে শিক্ষার্থীরা মাইগ্রেশনের মাধ্যমে অন্য বেসরকারী মেডিকেল কলেজে ভর্তি হয়ে লেখা পড়া করতে পারে। বিএমডিসির সভাপতি অধ্যাপক ড, শহিদুল্লা এমনই ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা, শহিদুল্লা রংপুর মেডিকেল কলেজ পরিদর্শন করতে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে তাদের মাইগ্রেশন করার অনুমতি প্রদান নর্দান মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
উল্লেখ্য নেপাল থেকে আসা শিক্ষার্থী সহ সাধারন শিক্ষার্থীদের অভিযোগ নর্দান মেডিকেল কলেজে নেপাল থেকে আসা ৪০ জন শিক্ষার্থী সহ সাধারন শিক্ষার্থীদের পাঠদানের জন্য কোন হাসপাতালে নেই শিক্ষক নেই বিএমডিসি এবং রাজশাহি বিশ্ববিদ্যালয়ের কোন অনুমোদন নেই তার পরেও প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে লেখা করে আসছেন। কতৃপক্ষ বার বার আশ্বাস দেবার পরেও কোন অনুমোদন আনতে পারেননি। যারা শেষ বর্ষ পাশ করেছেন তাদের ইন্টারশীপের কোন ব্যবস্থা নিতে পারেনি কলেজ কতৃপক্ষ। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাশ করিয়ে তাদের প্রতারনার মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধংস করে ফেলেছে। অনেকবার বলেও কোন প্রতিকার হয়নি। সে কারনে তাদের অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের সুযোগ দিয়ে লেখা পড়ার সুযোগ দানের দাবি জানিয়ে দুদিন ধরে রংপুর মেডিকেল কলেজের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ করে আসছেনশিক্ষার্থীরা।
এদিকে সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের শিক্ষা বিভাগের সচিব এ এইচ এম এনায়েত হোসেন রংপুর মেডিকেল কলেজে মেডিকেল কলেজে শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সেমিনারে যোগদান করে চলে যাবার সময় শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করে এবং তাদের মাইগ্রেশন করে অন্য মেডিকেল কলেজে লেখাপড়া করার সুযোগ দানের দাবি জানানতে থাকে। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে শিক্ষার্থীদের জানান। এ ঘটনার পরেই নর্দান মেডিকেল কলেজটি পুরোপুরি বন্ধ ঘোষনার প্রক্রিয়া শুরু হয়।
প্রতিনিধি, ঢাবি
নিজস্ব বার্তা পরিবেশক রংপুর
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আলিয়া মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পর্যালোচনা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’
বিএনপি পরিবার সংশ্লিষ্ট বলার অজুহাতে ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বীকে মারধর ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার কমিটিতে নেতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন অমান্য করে ১১ বছর ধরে চেয়ারম্যান পদে নিয়োজিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস।
বিএনপি পরিবার সংশ্লিষ্ট বলার অজুহাতে ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বীকে মারধর ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার কমিটিতে নেতা