রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১
শতাধিক ঘর পুড়ে ছাই
সংবাদ অনলাইন ডেস্ক
রাজধানীর কুমিল্লা পট্টি আগুনে পুড়ে ছাই -সংবাদ
রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুনে শতাধিক টিনসেড ঘর ভস্মীভূত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তারা সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী কর্মকর্তা হাসিবুর রহমান জানান, কুমিল্লা পট্টিতে ছোট ছোট টিনশেড ঘর ছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। তবে কারও হতাহতের খবর মেলেনি। ঘরগুলোর অধিকাংশই ভস্মীভূত হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয় নিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।
স্থানীয়রা জানান, টিনসেট ঘরগুলোতে পরিবার নিয়ে থাকতো নিম্নআয়ের রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শ্রেণীর মানুষ। টিনসেড একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘরগুলোর বাসিন্দারা এক কাপড়ে ঘর থেকে বের হয়েছে। কোন বাসিন্দাই তাদের মালামাল রক্ষা করতে পারেননি। তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে
স্থানীয় সূত্র জানায়, ঘরগুলো পুনর্নির্মাণ করার আগ পর্যন্ত থাকা-খাওয়া নিয়ে ক্ষতিগ্রস্তরা চরম দুঃচিন্তায় আছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকের ঘরে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কারসহ দামি মালামাল ছিল। বেঁচে থাকার সম্বল হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন বলে স্থানীয় সূত্র জানায়। স্থানীয়ভাবে আগুনে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন।
সব হারিয়ে নিঃস্ব মানুষের কান্না -সংবাদ
ক্ষতিগ্রস্ত কয়েকজন জানান, হঠাৎ আগুন লাগার পর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। সব চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়েছে। অনেকে ঋণগ্রস্ত আছেন। ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন তা বুঝতে পারছেন না। সরকারিভাবে তাদের পুনর্বাসন না করা হলে তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন না।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, হতাহতের কোন খবর আমরা পাইনি। আগুনে ক্ষতিগ্রস্তরা তাদের মালামাল রক্ষা করতে পারেননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ওসি প্রলয় সাহা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই নিম্নআয়ের মানুষ। স্থানীয় এমপি, মতিঝিল বিভাগের উপকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়ে রাখা হবে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
রাজধানীতে একজন চলচ্চিত্র অভিনেতার গাড়িচালক করছে ছিনতাই। পুলিশের হাতে গ্রেপ্তারকৃত এই ছিনতাইকারীর নাম সুমন মিয়া। টঙ্গীতে
রাজধানীর পল্টনে ৫৬নং একটি বাসা থেকে সাড়ে তিন কেজি অবৈধ স্বর্ণালঙ্কার ও বিদেশি টাকাসহ দুইজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রাজধানীর হাতিরঝিলে প্রতিদিন নানা পেশার মানুষ একটু বিনোদন ও ঘোরাফেরা করতে যান।
ঢাকার সবুজবাগের কুসুমবাগ এলাকায় বটগাছের ডাল পড়ে নজরুল ইসলাম মোল্লা (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাজধানীর হাতিরঝিলে প্রতিদিন নানা পেশার মানুষ একটু বিনোদন ও ঘোরাফেরা করতে যান।
ঢাকায় এখনও ৩৯টি খালের অস্তিত্ব রয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, সেগুলোকে সংস্কার করতে আমরা কাজ করছি।
অবসরপ্রাপ্ত বিচারপতির মেয়ের বিরুদ্ধে দায়ের করা জিডির সূত্রধরে পুলিশ তুহিন সুলতানা তপুকে (৫০) খুঁজছে।
কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ৩টি চারতলা বিল্ডিংসহ ৮৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।