বৃহস্পতিবার, ২১ মে ২০২০
নিজস্ব বার্তা পরিবেশক
সাত দিনে ভার্চুয়াল কোর্ট থেকে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রের ২০৫ জন শিশু জামিন পেয়েছেন। গত ১২ থেকে ১৯ মে পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জামিন পায় এসব শিশুরা। এরইমধ্যে বিশেষ ব্যবস্থাপনায় জামিনপ্রাপ্ত ১৩৫ জন শিশুকে তাদের অভিভাবকের ঠিকানায় পৌঁছে দেয়া হয়েছে। বাকি শিশুদের ঈদের আগেই অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হবে।
আজ বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সমাজসেবা অধিদফতর দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে পরিচালনা করে আসছে। কেন্দ্র তিনটি গাজীপুর জেলার টঙ্গী ও কোনাবাড়ি এবং যশোরে অবস্থিত। এরমধ্যে টঙ্গী ও যশোরের কেন্দ্র দুটি বালকদের জন্য নির্ধারিত। আর কোনাবাড়ির কেন্দ্রটিতে বালিকাদের রাখা হয়। শিশু আইন-২০১৩ অনুযায়ী, আদালত আইনের সঙ্গে সংঘাতে বা সংস্পর্শে আসা শিশুদের জেলখানায় না পাঠিয়ে তাদের উন্নয়নের জন্যই শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়ে থাকে।
সমাজসেবা অধিদফতরের গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ বিভাগের উপপরিচালক মো. সাজ্জাদুল ইসলাম জানান, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শিশুদের জামিনে মুক্ত করতে সমাজ সেবা অধিদফতর নানামুখী উদ্যোগ ও যোগাযোগ রক্ষা করে।
এ কাজে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অব চাইল্ড রাইটস’র চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেড ডিভিশনের বিচারপতি মো. ইমান আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জামিনপ্রাপ্ত শিশুদের এ কমিটির উদ্যোগে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ইউনিসেফের সহযোগিতায় অভিভাবকের ঠিকানায় পৌঁছে দেয়া হচ্ছে। এরইমধ্যে ১৩৫ জন শিশুকে অভিভাবকের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের আগ পর্যন্ত ৩০০ আসন বিশিষ্ট গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ৬৯৫ জন শিশু অবস্থান করত। যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। অন্য দুই প্রতিষ্ঠানেও ধারণক্ষমতার অনেক বেশি শিশু অবস্থান করছিল। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ছিল শিশুরা।
এদিকে কোভিড-১৯ দুর্যোগে দেশের সকল আদালতের স্বাভাবিক বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে যায়। এতে শিশু উন্নয়ন কেন্দ্রের জামিন অনেকটা স্থবির হয়ে পড়ে। জামিন বন্ধ হয়ে যাওয়ায় শিশু উন্নয়ন কেন্দ্রে অবস্থানরত শিশুদের সুরক্ষা প্রদান করা কঠিন হয়ে পড়ে বলে জানায় সমাজসেবা অধিদফতর।
সরকার গত ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ জারি করে। একইসঙ্গে উচ্চ আদালত থেকে জারি করা হয় বিশেষ প্রাকটিস নির্দেশনা। এর ফলে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্ট পরিচালনার পথ উন্মুক্ত হয়। এরপর গত ১২ থেকে ১৯ মে পর্যন্ত এই কয় দিনে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জামিন পায় ২০৫ শিশু। এর মধ্যে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের ১২৭ জন বালক, যশোর কেন্দ্রের ৬৬ জন বালক এবং কোনাবাড়ি কেন্দ্রের ১২ বালিকা শিশু রয়েছে।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
নানা নাটকীয়তার পর হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফোরদৌসী রুপাকে হাজির হতে হয়েছে দুর্নীতি দমন কমিশন
নীলফামারীর জলঢাকায় সরকারি চাকরিবিধি না মেনে প্রায় ৫ মাস কম বসয় রেখে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা নিয়োগ
ঢাকায় ব্যবসা করা কক্সবাজারের এক শীর্ষ ব্যবসায়ীর কাছে শীর্ষ সন্ত্রাসী জিসানের সেভেন স্টার গ্রুপের সদস্যদের জেল থেকে ছাড়ানোর জন্য খরচ বাবদ ১ লাখ টাকা দাবি করা হয় ২০২০ সালের ১৯ আগস্ট।
বাংলাদেশে বিট কয়েন প্রতারক চক্রের মূল হোতা রায়হান হোসেন ওরফে রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা।
আশুলিয়ায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১)।
জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
একবছর আগে চীন থেকে ট্যুরিষ্ট ভিসায় বাংলাদেশে আসেন হাও শিয়াওপিং ওরফে বব হাও (৪১) এবং সু ইন (৩৫) নামে দুই চীনা নাগরিক।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে করা মানিলন্ডারিং মামলায়
রাজধানীর ভাটারা থানার প্রগতি সরণী রোড থেকে ফয়সাল খান কাঞ্চন ওরফে ফাহিম (৩৪) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির লিয়াজো শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।