বুধবার, ১১ নভেম্বর ২০২০
সংবাদ অনলাইন ডেস্ক
সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছর দণ্ডের মামলার বিচারিক আদালতে থাকা বিভিন্ন নথি (এলসিআর) তলব করেছেন হাইকোর্ট। ৭ ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-৭ কে এই নথি হাইকোর্টে পাঠাতে বলা হয়েছে। এছাড়া এই মামলার শুনানির জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।
এর আগে গত ৯ নভেম্বর হাজী সেলিমের মামলাটি হাইকোর্ট দ্রুত শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে উপস্থাপন করা হয়।
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত।
২০০৯ সালের ২৫ অক্টোবর হাজি সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।
আদালত বার্তা পরিবেশক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
নীলফামারীর জলঢাকায় সরকারি চাকরিবিধি না মেনে প্রায় ৫ মাস কম বসয় রেখে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা নিয়োগ
ঢাকায় ব্যবসা করা কক্সবাজারের এক শীর্ষ ব্যবসায়ীর কাছে শীর্ষ সন্ত্রাসী জিসানের সেভেন স্টার গ্রুপের সদস্যদের জেল থেকে ছাড়ানোর জন্য খরচ বাবদ ১ লাখ টাকা দাবি করা হয় ২০২০ সালের ১৯ আগস্ট।
বাংলাদেশে বিট কয়েন প্রতারক চক্রের মূল হোতা রায়হান হোসেন ওরফে রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা।
আশুলিয়ায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১)।
জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
করোনা মহামারীর মধ্যে রাজধানীতে অপরাধ প্রবনতা থেমে ছিল না। আর্থিক সংকটসহ নানা কারণে ছোটখাট অপরাধ রাজধানীতে বেশি
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসি রানী পান্ডে নামে একজন অসুস্থ নারীকে তার কিশোর ছেলে মাথায় আঘাত করে হত্যা করে গত ২৭ জুন রাত ১০টার দিকে।
জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
করোনা মহামারীর মধ্যে রাজধানীতে অপরাধ প্রবনতা থেমে ছিল না। আর্থিক সংকটসহ নানা কারণে ছোটখাট অপরাধ রাজধানীতে বেশি
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে মানিলন্ডারিং আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গার্মেন্ট কর্মী থেকে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেয় গোপালগঞ্জে সন্তান কাজী আনিসুর রহমান।
বিদেশে অর্থ পাচার ও সম্পদ গড়া বাংলাদেশিদের তালিকা চেয়েও পূর্ণাঙ্গ তথ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
মিলেমিশে তারা ছিনতাই করে। এক গ্রুপ পুলিশকে পাহারা দেয় অন্য গ্রুপ টার্গেট ব্যক্তির কাছ থেকে টাকা পয়সাসহ যা পায় ছিনিয়ে নেয়। আর অন্য একটি গ্রুপের কাজ হলো কোন কারণে দলের সদস্য ধরা পড়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে সহযোগিতা করা।