বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত পি কে হালদারের বান্ধবী অবন্তিকাকে বুধবার দুপুরে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অবন্তিকাকে গ্রেপ্তার করে।
প্রনব বলেন,‘পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
অবন্তিকাকে গ্রেপ্তারের পর প্রথমে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের হাজতখানায় রাখা হয়। পরে বেলা ২টার দিকে তাকে নিয়ে আদালতের পথে রওনা হন তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবন্তিকা বলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ‘কিছুই জানেন না’ তিনি।
অবৈধ সম্পদ আছে কিনা, এ প্রশ্নের উত্তরে অবন্তিকা বলেন, ‘এটা দুদক জানে, আমি বলতে পারব না।’
মামলার তদন্তের অংশ হিসেবে এর আগে গত ২৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে অবন্তিকা বড়াল দুদকে যাননি।
মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ৪ জানুয়ারি পি কে হালদারের আরেক ‘সহযোগী’ শংখ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
শংখ ব্যাপারীর নামে ধানমণ্ডি এলাকায় একটি ‘বিলাসবহুল’ ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়, যা পি কে হালদারের টাকায় কেনা বলে দুদকের ভাষ্য।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন।
এই চার কোম্পানি হল- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অংকের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন বলে তদন্তকারীদের ভাষ্য।
এর মধ্যে আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের মুখে গত বছরের শুরুতে পি কে হালদারের বিদেশ পালানোর পর দুদক তার ২৭৫ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ খবর দিয়ে মামলা করে।
দুদক কর্মকর্তারা বলছেন, পি কে হালদার তার নিজের, আত্মীয়দের, বন্ধু ও কর্মচারীদের নাম ব্যবহার করে আটটি কোম্পানিতে ৬৭ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ১৯৯ টাকা বিনিয়োগ করেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ অনুসন্ধানে মেলেনি।
এর মধ্যে সুখাদা লিমিটেড নামের একটি কোম্পানিতে অবন্তিকা বড়াল, প্রীতিষ কুমার হালদার এবং সুসমিতা সাহার নামে ৩০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে, যা আসলে পি কে হালদারের টাকা বলে দুদকের ধারণা।
পি কে হালদারকে গ্রেপ্তারে ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে। তার মা লীলাবতী হালদার এবং অবন্তিকা বড়ালসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
সংবাদ অনলাইন ডেস্ক
প্রতিনিধি, বগুড়া
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
আশুলিয়ায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১)।
জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
করোনা মহামারীর মধ্যে রাজধানীতে অপরাধ প্রবনতা থেমে ছিল না। আর্থিক সংকটসহ নানা কারণে ছোটখাট অপরাধ রাজধানীতে বেশি
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসি রানী পান্ডে নামে একজন অসুস্থ নারীকে তার কিশোর ছেলে মাথায় আঘাত করে হত্যা করে গত ২৭ জুন রাত ১০টার দিকে।
মাগুরা শহরের কলেজ পাড়ায় একটি বাড়িতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মুল্যের ৩শ’ গ্রাম হেরোইনসহ মাহমুদুর রহমান রিগ্যান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
একবছর আগে চীন থেকে ট্যুরিষ্ট ভিসায় বাংলাদেশে আসেন হাও শিয়াওপিং ওরফে বব হাও (৪১) এবং সু ইন (৩৫) নামে দুই চীনা নাগরিক।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে করা মানিলন্ডারিং মামলায়
রাজধানীর ভাটারা থানার প্রগতি সরণী রোড থেকে ফয়সাল খান কাঞ্চন ওরফে ফাহিম (৩৪) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির লিয়াজো শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
করোনা মহামারীর মধ্যে রাজধানীতে অপরাধ প্রবনতা থেমে ছিল না। আর্থিক সংকটসহ নানা কারণে ছোটখাট অপরাধ রাজধানীতে বেশি
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসি রানী পান্ডে নামে একজন অসুস্থ নারীকে তার কিশোর ছেলে মাথায় আঘাত করে হত্যা করে গত ২৭ জুন রাত ১০টার দিকে।
মাগুরা শহরের কলেজ পাড়ায় একটি বাড়িতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মুল্যের ৩শ’ গ্রাম হেরোইনসহ মাহমুদুর রহমান রিগ্যান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বিদেশে অর্থ পাচার ও সম্পদ গড়া বাংলাদেশিদের তালিকা চেয়েও পূর্ণাঙ্গ তথ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
মিলেমিশে তারা ছিনতাই করে। এক গ্রুপ পুলিশকে পাহারা দেয় অন্য গ্রুপ টার্গেট ব্যক্তির কাছ থেকে টাকা পয়সাসহ যা পায় ছিনিয়ে নেয়। আর অন্য একটি গ্রুপের কাজ হলো কোন কারণে দলের সদস্য ধরা পড়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে সহযোগিতা করা।
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ অবৈধ সম্পদ অর্জনকারীদের উদ্দেশে বলেছেন, ‘সম্পত্তি খাবে লোকে আর দেহ খাবে পেকো’ তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেকে সর্বোচ্চ পরিশুদ্ধ রাখতে হবে।
রাজধানীর কলাবাগান থানা এলাকার নিউ সুইস ফার্মা নামের একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি করার অভিযোগে সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি নকল করে ছাপার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গার সোনালী ব্যাংকে ফিল্মি স্টাইলে দুধর্ষ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।