বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
বাংলাদেশে বিট কয়েন প্রতারক চক্রের মূল হোতা রায়হান হোসেন ওরফে রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার (১২ জানুয়ারী) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর দক্ষিণপাড়া আতর আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, আসামির ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত এক মাসে ৩৫ হাজার ইউএস ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানে তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ২২টি সিমকার্ড, ২৫ ইউএস ডলারসহ ১ হাজার ২৭৫ টাকা, একটি কম্পিউটার, ৩টি মোবাইল ফোন, ৩টি ভুয়া চালান বই, একটি ট্রেড লাইসেন্স, একটি টিন সার্টিফিকেট, একটি রেকর্ডিং মাইক্রোফোন, একটি ক্যামেরা, একটি রাউটার, একটি হেডফোন, একটি মডেম, বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই উদ্ধার করা হয়েেেছ।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, অনলাইনে নিষিদ্ধ বিট কয়েন (ভার্চুয়াল মুদ্রা) কেনাবেচা ও প্রতারণার মাস্টারমাইন্ড গেপ্তার রায়হান সম্প্রতি ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। মাত্র এক মাসে তার অ্যাকাউন্টে ৩৫ লাখ ইউএন ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার একটি ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। রায়হানের প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ২০০৬ সালে কম্পিউটারের উপর প্রশিক্ষণ গ্রহণ করে রায়হান। এরপর ২০১১ সাল থেকে ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব চ্যানেল ইত্যাদি পরিচালনা করে আসছে।
২০২০ সালের জুন থেকে পাকিস্তানি নাগরিক সাইদের সহায়তায় বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অবৈধ অর্থ হাতিয়ে নিয়ে আসছে। অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে বিভিন্ন দেশের গ্রাহকের সঙ্গে অবৈধ বিট কয়েনের মাধ্যমে প্রতারণা শুরু করে। সে পাকিস্তান, নাইজেরিয়া এবং রাশিয়ান স্মাগলার, ক্রেডিট কার্ড হ্যাকার ও বিট কয়েনের মাধ্যমে অবৈধ পাচারকারীদের যোগসাজসে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে ক্রেডিট কার্ড হ্যাকিং এর মাধ্যমে বিট কয়েন ক্রয় করে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে নামে-বেনামে দেশি এবং বিদেশি অনলাইন ব্যাংক হিসাব তদারকি করে এখন পর্যন্ত ৩৫ হাজার ইউএস ডলার হাতিয়ে নিয়েছে রায়হান।
প্রতারক রায়হান এমআরএইচ সফটওয়্যার ডেভেলপমেন্ট নামে একটি কোম্পানির পরিচয় দিয়ে দেশে একাধিক ব্যাংক হিসাব ব্যবহার করে বিট কয়েন মাধ্যমের বিপুল অর্থ হাতিয়ে নেয়। তার ২৫০টি বিট কয়েন অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। ৮ম শ্রেণী পাশ রায়হান নিজেই পরিচয়পত্র তৈরি করত। গত ৮ বছর ধরে সে অনলাইন সোর্সিং ব্যবসা করে আসছে। রায়হান বিট কয়েনের মাধ্যমে সাধারণ লোকজনের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণাসহ মানি লন্ডারিং, ক্রেডিট কার্ড হ্যাকিং ও বিপুল অংকের বিট কয়েন লেনদেন করেছে। বাংলাদেশে অবৈধ বিট কয়েনের শেকড় গাড়তে দেয়া হবে না বলেও জানান র্যাব কর্মকর্তা তোফায়েল।
প্রতিনিধি,জলঢাকা, নীলফামারী
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
ঢাকায় ব্যবসা করা কক্সবাজারের এক শীর্ষ ব্যবসায়ীর কাছে শীর্ষ সন্ত্রাসী জিসানের সেভেন স্টার গ্রুপের সদস্যদের জেল থেকে ছাড়ানোর জন্য খরচ বাবদ ১ লাখ টাকা দাবি করা হয় ২০২০ সালের ১৯ আগস্ট।
আশুলিয়ায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১)।
জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
করোনা মহামারীর মধ্যে রাজধানীতে অপরাধ প্রবনতা থেমে ছিল না। আর্থিক সংকটসহ নানা কারণে ছোটখাট অপরাধ রাজধানীতে বেশি
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসি রানী পান্ডে নামে একজন অসুস্থ নারীকে তার কিশোর ছেলে মাথায় আঘাত করে হত্যা করে গত ২৭ জুন রাত ১০টার দিকে।
জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার মূল আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
করোনা মহামারীর মধ্যে রাজধানীতে অপরাধ প্রবনতা থেমে ছিল না। আর্থিক সংকটসহ নানা কারণে ছোটখাট অপরাধ রাজধানীতে বেশি
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসি রানী পান্ডে নামে একজন অসুস্থ নারীকে তার কিশোর ছেলে মাথায় আঘাত করে হত্যা করে গত ২৭ জুন রাত ১০টার দিকে।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে মানিলন্ডারিং আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গার্মেন্ট কর্মী থেকে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেয় গোপালগঞ্জে সন্তান কাজী আনিসুর রহমান।
বিদেশে অর্থ পাচার ও সম্পদ গড়া বাংলাদেশিদের তালিকা চেয়েও পূর্ণাঙ্গ তথ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
মিলেমিশে তারা ছিনতাই করে। এক গ্রুপ পুলিশকে পাহারা দেয় অন্য গ্রুপ টার্গেট ব্যক্তির কাছ থেকে টাকা পয়সাসহ যা পায় ছিনিয়ে নেয়। আর অন্য একটি গ্রুপের কাজ হলো কোন কারণে দলের সদস্য ধরা পড়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে সহযোগিতা করা।
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ অবৈধ সম্পদ অর্জনকারীদের উদ্দেশে বলেছেন, ‘সম্পত্তি খাবে লোকে আর দেহ খাবে পেকো’ তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেকে সর্বোচ্চ পরিশুদ্ধ রাখতে হবে।
রাজধানীর কলাবাগান থানা এলাকার নিউ সুইস ফার্মা নামের একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি করার অভিযোগে সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি নকল করে ছাপার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গার সোনালী ব্যাংকে ফিল্মি স্টাইলে দুধর্ষ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।