রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু ব্যবসাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ও শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে আলাউদ্দিন পক্ষের নিহত সমর আলীর ভাই আব্দুল আলী ও সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে পুলিশ।
স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিনের আত্মীয় সমর আলী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।
সংবাদ অনলাইন ডেস্ক
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
বগুড়া শাজাহানপুর উপজেলার চিহ্নিত ফোরকানকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মাদক কারবারিরা ট্রাক চাপা নিয়ে ইদ্রিস আলী নামে এক র্যাব সদস্যকে হত্যা করেছে।
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে সজীব হাসানের সঙ্গে শাহনাজ পারভীনের পরকীয়া সম্পর্ক।
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি সংযুক্ত করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে ভুয়া ওয়েবসাইট চালুর অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির কারণে মানহীন ওষুধ অনুমোদন পেয়ে যাচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক
মাদক কারবারিরা ট্রাক চাপা নিয়ে ইদ্রিস আলী নামে এক র্যাব সদস্যকে হত্যা করেছে।
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে সজীব হাসানের সঙ্গে শাহনাজ পারভীনের পরকীয়া সম্পর্ক।
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি সংযুক্ত করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে ভুয়া ওয়েবসাইট চালুর অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামও তার স্ত্রী মোসা. ফাতেমা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরল বিশ্বাসে দুদকের ভুল তদন্তে আবারও নির্দোষ ব্যক্তির সাজার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।