মানুষের শ্রম ও মেধাকে সম্পদে পরিণত কর হবে : কৃষিমন্ত্রী

image

বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের ষোল কোটি মানুষের শ্রম ও মেধাকে সম্পদে পরিণত করে উৎপাদনশীলতা বৃদ্ধির কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি পরিকল্পনা, উদার ও মানবিক দৃষ্টিভঙ্গির ফলে বাংলাদেশ কৃষি, শিল্প, সেবাসহ সকল খাতে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে চলেছে। ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে কৃষিখাতে উৎপাদনশীলতা বাড়িয়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

বুধবার (৩ অক্টোবর) কৃষিমন্ত্রী ঢাকায় সিরডাপ মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৮ উপলক্ষে ‘সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের যুগ্ম-পরিচালক মোঃ আবদুল মুসাব্বির। এতে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বাংলাদেশে সামগ্রীকভাবে গুণগত পরিবর্তন এসেছে। ফলে বাঙালি জাতি নিম্ন উৎপাদনশীল থেকে উৎপাদনমুখী জাতিতে পরিণত হয়েছে । তিনি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি অক্ষুন্ন রেখে উন্নত দেশগুলোর আদলে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল অনুসরণের পরামর্শ দেন। তিনি বলেন, কৃষিখাতে কৃাঙ্খিত উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয়, মিঠাপানির মাছ উৎপাদনে চতুর্থ এবং আলু উৎপাদনে সপ্তম স্থান দখল করে আছে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে তিনি কৃষিখাতে অর্জিত উৎপাদনশীলতার সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে নতুন পথের সন্ধান দিয়েছেন। তিনি মানসম্মত ও পরিবেশবান্ধব শিল্পায়ন জোরদার করে কার্বন নির্গমন কমিয়ে এনেছেন। সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছেন। এর ফলে দেশে সবুজ উৎপাদনশীলতা বৃদ্ধির পথ সুগম হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত শিল্পসচিব বলেন, বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সাফল্যের পর বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ অর্জনের জন্য উন্নয়নের মহাসড়ক ধরে দ্রুত এগিয়ে চলেছে। এক্ষেত্রে সরকার শিল্প, কৃষি, সেবাসহ সকলখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে শিল্পায়ন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এ পরিবর্তনের সাথে খাপখাইয়ে নিতে তিনি শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।

বড় পতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় রোববার (৯ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ

জামদানি বাজারজাতে লাগবে জিআই সনদ

image

৩২ প্রতিষ্ঠান পেল আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড

image

অগ্রগতির পরিবর্তে উল্টো পথে বিনিয়োগ প্রস্তাব

চলতি বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত স্থানীয়, শতভাগ বিদেশি ও যৌথ

শিল্পমন্ত্রীর সংবাদ সম্মেলন : জাতীয় আয়ে শিল্প খাতের অবদান ৩৩.৭১ শতাংশ

image

সম্ভাবনাময় ফুল শিল্পের জন্য নীতিমালা চায় ব্যবসায়ীরা

image

ব্যবসা-বাণিজ্য সহজীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালুসহ প্রযুক্তিগত উন্নয়ন জরুরি

ব্যবসা-বাণিজ্য সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস দ্রুত চালুসহ নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে

বৈদেশিক বাণিজ্যে সতর্ক হওয়ার পরামর্শ ব্যাংকারদের

image

চার মাসে এডিপির মাত্র ১৪ শতাংশ বাস্তবায়ন

image