মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
নরসিংদীতে এসএসসিতে অটোপাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়।
মিছিলটি শহরের জেলখানার মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দুই ঘণ্টা সময় ধরে নানা স্লোগান দিতে থাকে। এসময় সড়কটির দুই দিকে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। প্রায় একঘণ্টা চেষ্টার পর বিক্ষোভরত শিক্ষার্থীদের বাড়ি পাঠাতে সক্ষম হয় পুলিশ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত বছরের ১৭ মার্চ থেকে বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। অনলাইন পদ্ধতিতে যে ক্লাস হয়েছে তাতে আমরা খুব একটা উপকৃত হইনি। চলমান করোনা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা গ্রহণও বিলম্বিত হয়েছে। এতে করে আমাদের সেশনজটের সম্মুখীন হতে হবে। এছাড়া বর্তমান সময়ে পরীক্ষাকেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এবারের এসএসসি পরীক্ষা স্থগিত করে পরীক্ষার্থীদের অটোপাসের ব্যবস্থা করা হোক।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, আমরা খুব মানসিক চাপের মধ্যে আছি। ভবিষ্যৎ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা চাই ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন আমাদের এই মানসিক চাপ থেকে মুক্তি দিতে।
বিক্ষোভরত এসব পরীক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসাইন, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান মৃধা, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রমুখ।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অটোপাসের দাবিতে এসব শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিল। আমরা তাদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেছি। পরে অটোপাসের জন্য একটি আবেদন আমাদের হাতে দিয়ে তারা নিজেদের বাড়ি ফিরে গেছে।
সংবাদ অনলাইন ডেস্ক
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা দুই ধাপে নেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে আগামী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার)।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বর ২০২০ নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১৯ মার্চ শুক্রবার। পরীক্ষায় প্রায় ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
২০২০ সালের এইচএসসি ও সমমানের মূল্যায়নে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
করোনা সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গা
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার (২ জানুয়ারি)।
সারাদেশের সরকারি স্কুলগুলোতে ভর্তিতে বয়সের বাধা শিথিল করা হয়েছে।
নতুন বছরের জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি।