রোববার, ২৪ জানুয়ারী ২০২১
বিনোদন প্রতিবেদক
এবারই প্রথম ফারিয়া ও জোভান দু’জন একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘ডেয়ারিং কেয়ারিং’। নাটকটি রচনা করেছেন সোহেল নাহিদ এবং পরিচালনা করেছেন প্রীতি দত্ত।
নাটকে জোভান অভিনয় করেছেন রাইয়ান চরিত্রে এবং ফারিয়া অভিনয় করেছেন রিনা চরিত্রে।
নাটকটির গল্প প্রসঙ্গে প্রীতি দত্ত বলেন, ‘রিনা এবং রাইয়ান একে অপরকে ভালোবাসে। কিন্তু রিনা একটু বেশিই কেয়ার করে রাইয়ানকে। বেশি কেয়ার করার কারণে রাইয়ান রিনার উপর এক সময় ভীষণ বিরক্ত হয়। যে কারণে রিনা তার এক কাজিনের সঙ্গে ক্লাবে যেতে শুরু করে। এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাতে চাই প্রীতি দিদিকে, কারণ নাটকটির গল্পটা চমৎকার। একজন নারী নির্মাতার নির্দেশনায় কাজ করাটা বেশ আরামের। আমাদের ইন্ডাষ্ট্রিতে আরও বেশি বেশি নারীদের নির্মাতা হিসেবে কাজ করা উচিত বলে আমি মনে করি। সব মিলিয়ে ডেয়ারিং কেয়ারিং কাজটা অনেক ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।
জোভান বলেন, ‘অভিনয়ে ফারিয়া আমার সিনিয়র। তার সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। নাটকের গল্পটা এই সময়ের গল্প। সবকিছু মিলিয়ে ঠিকঠাক মতো একটি ভালো কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ নাটকটিতে ডিওপি হিসেবে কাজ করেছেন প্রীতি দত্তের স্বামী বিশ^জিৎ দত্ত। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
সংবাদ অনলাইন ডেস্ক
বিনোদন প্রতিবেদক
এক বছর পর মঞ্চে নৃত্য নিয়ে ফিরছেন নাদিয়া আহমেদ। গেলো বছর নারী
শাকিব খানের জনপ্রিয়তার কারণে তার কয়েকটি ছবিতে কাজ করে পরিচিতি পান বুবলী।
এক বছর পর মঞ্চে নৃত্য নিয়ে ফিরছেন নাদিয়া আহমেদ। গেলো বছর নারী