বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
ভারতীয় বিমান সংস্থাগুলি মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনাভাইরাসের টিকার সরবরাহ করা শুরু করেছে। দেশটির একশ ৩০ কোটি মানুষকে টিকা প্রদানের জন্য একটি বড় প্রচারণা চালুর প্রস্তুতি নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রচারণা ও উদ্যোগকে বিশ্বের বৃহত্তম টিকা প্রদান অভিযান বলে অভিহিত করেছেন।
আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া গণ টিকাকরণ কর্মসূচীর আওতায় ছয় থেকে আট মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেয়া হবে। এই বৃহত্তম টিকা কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ, জানাচ্ছে রয়টার্সের প্রতিবেদন।
ভারতের বিমান পরিচালনা বিষয়ক মন্ত্রী হারদিপ সিং পুরি এক টুইট বার্তায় জানান, মঙ্গলবার ৫.৬৫ মিলিয়ন টিকা ভারতের গুরুত্বপূর্ন শহরগুলিতে পৌছে দেয়া হবে।
ভারতের সেরাম ইন্সটিউটের কোভিশিল্ডের প্রথম ধাপের টিকা পুনে থেকে পাঠানো শুরু হয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, ভারত বিশ্বের বৃহৎ টিকাদান কর্মসূচি আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা টিকার প্রথম চালানের ফ্লাইট সকাল ১০ টা নাগাদ দিল্লিতে পৌঁছেছে। এছাড়া গুয়াহাটি, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে করোনার টিকা পাঠানো হচ্ছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের মধ্যে এদেশে ৩০০ মিলিয়ন মানুষের টিকাকরণ সম্পন্ন হবে, যা আমেরিকার গোটা দেশের জনসংখ্যার প্রায় সমান। ভারতে সম্প্রতি অনুমোদন পেয়েছে, জরুরি পরিষেবায় নিযুক্ত ৩ কোটি মানুষের টিকাকরণ। এই ৩ কোটি মানুষের টিকাকরণ হয়ে গেলে, ভ্যাকসিন দেওয়া হবে আরও ২৭কোটি মানুষকে। এই পর্যায়ে টিকাকরণ হবে, ৫০ বছরে উর্দ্ধে যাঁরা আছেন তাঁদের অথবা যাঁদের জন্য কোভিড বেশ ঝুঁকিপূর্ণ। টিকাকরণ শুরুর জন্য প্রস্তুতি চলছে দেশ জুড়ে।
দেশের মোট ৭০০টি জেলায়, ১,৫০,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিকাকরণের কাজের জন্য। কর্তৃপক্ষের দাবি, দেশে নিয়মিত পোলিও টিকাদান এবং যক্ষ্মার টিকাকরণের কর্মসূচীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কোভিডের টিকাকরণ সম্ভব।
ভারতের সেরাম ইন্সটিউটের কোভিশিল্ডের প্রথম ধাপের টিকা পুনে থেকে পাঠানো শুরু হয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, ভারত বিশ্বের বৃহৎ টিকাদান কর্মসূচি আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু করবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা টিকার প্রথম চালানের ফ্লাইট সকাল ১০ টা নাগাদ দিল্লিতে পৌঁছেছে। এছাড়া গুয়াহাটি, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা ইত্যাদি শহরে করোনার টিকা পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, দেশটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি চার লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
গত সপ্তাহে ক্রেটিসিয়াস রিসার্চ জার্নালে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে জানা যায়, হাড়গুলোর মধ্যে ডাইনোসরের পেলভিক স্ট্রাকচার ও লেজের ২৪টি অংশের কশেরুকা পাওয়া গেছে। ওই ডাইনোসর টিরানোসরাস প্রজাতির।