শুক্রবার, ০৫ মার্চ ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
অভ্যুত্থানের মাধমে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পরপরই মায়ানমারের সামরিক জান্তা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তা আটকে দেয় বলে খবর দিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তাসহ এ বিষয়ে জানেন- এমন তিনজনের বক্তব্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মায়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে নিউ ইয়র্ক ফেড।
মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি পাঠানো ওই তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়। এরপর মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন।
পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিউ ইয়র্ক ফেড বা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মায়ানমারের ওই অ্যাকাউন্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মায়ানমারের টাকা স্থানান্তরের চেষ্টা আটকে দেওয়ার ওই ঘটনা আগে জানাজানি না হলেও সম্প্রতি দেশটির সামরিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকে নতুন একজন গভর্নর নিয়োগ দিয়ে গনতন্ত্রপন্থি কর্মকর্তাদের আটক করলে নিউ ইয়র্ক ফেডের ঘটনাটি প্রকাশ্যে আসে।
রয়টার্স লিখেছে, মায়ানমারের নেত্রী অং সান সু চিসহ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের গ্রেপ্তার করে সেনাবাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমিয়ে আনতেই নিউ ইয়র্ক ফেড থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক শাসকরা।
তবে এ বিষয়ে মায়ানমারের সামরিক কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় ব্যাংকের কারও বক্তব্য রয়টার্স জানতে পারেনি।
গত নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মায়ানমারের সেনাবাহিনী ফেব্রুয়ারির প্রথম দিন ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও নিউ জিল্যান্ড নতুন করে কড়াকড়ি আরোপ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির ওপর।
অভ্যুত্থানের পর থেকে সেখানে বিক্ষোভ দমাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত দেড় কোটি ছাড়িয়ে গেছে। রয়টার্স।
পশ্চিমবঙ্গে রাজ্যের ৫টি জেলার বৃহস্পতিবার (১ এপ্রিল) ৩০ কেন্দ্রে দ্বিতীয় দফা ভোট ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত
পশ্চিমবঙ্গে রাজ্যের ৫টি জেলার বৃহস্পতিবার (১ এপ্রিল) ৩০ কেন্দ্রে দ্বিতীয় দফা ভোট ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার তদন্তকারী জাতিসংঘের বিদায়ী তদন্ত কর্মকর্তা অ্যাগনেস
ফুটবলের ওপর রাখা ব্যান্ডেজ করা এক পা। তার পাশে লেখা ‘ভাঙা পায়েই
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল রিয়াদে এক বার্তায় বলেন, ইয়েমেনে যুদ্ধ অব্যাহত থাকবে
চীনের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে
সামরিক শক্তিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। আন্তর্জাতিক প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্টে
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।