download

করোনার প্রভাব

ডেইলি মিরর ও এক্সপ্রেসের সাড়ে পাঁচশ কর্মী চাকরি হারাচ্ছেন

image

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ট্যাবলয়েড ডেইলি মিরর, ডেইলি এক্সপ্রেস ও ডেইলি স্টার (ইউকে) পত্রিকা থেকে সাড়ে পাঁচশ কর্মী ছাঁটাই করছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে পত্রিকার বিক্রি কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেস ছাড়াও একই মালিকের ডেইলি স্টার (ইউকে), ওকে! ম্যাগাজিন রয়েছে। প্রতিষ্ঠানটি জানাচ্ছে গত প্রান্তিকে তাদের বিক্রি মারাত্মকভাবে কমে যাওয়ায় আয় প্রায় ৩০ শতাংশ কমে গেছে। এ কারণে প্রায় ১২ শতাংশ জনবল ছাঁটাই করতে হচ্ছে তাদের।

প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের দাবি বিক্রি ও বিজ্ঞাপন থেকে আয় মারাত্মকভাবে কমে গেছে। প্রতিষ্ঠানটির সিইও জিম মুলেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুধু করোনাভাইরাসের কারণেই নয়, গত বছরও প্রতিষ্ঠানটির আয় ১৩ শতাংশ কমেছিল। তবে ব্যয় সংকোচন করে গত বছর সে ধাক্কা সামলে নেয় প্রতিষ্ঠানটি।

গত বছর প্রতিষ্ঠানটির সার্কুলেশন কমলেও অনলাইনে পাঠক বাড়ায় সে যাত্রা সামলে নেয়। এবার অবশ্য করোনাভাইরাসের কারণে বেশ অসুবিধায় পড়েছে। কর্মী ছাঁটাই ও বিভিন্নভাবে ব্যয় সংকোচন করে প্রতিষ্ঠানটি ৩৫ মিলিয়ন পাউন্ড ব্যয় সংকোচন করতে পারবে বলে আশা করছে।

শত বছরের ঐতিহ্যবাহী ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর প্রতিষ্ঠিত হয় ১৯০৩ সালে। সূত্র : বিবিসি।

আমরা চারজন

শিরোনাম থেকে আজ ২৪ নভেম্বর ২০২০ তারিখে বিয়োগ একজন। বিয়োজিত বন্ধুটিকে ধরণীর কোন প্রান্তে কোথায় অন্তিম শয়ানে রাখা হবে, সেটা নিয়ে তৎপরতা।

মৃত্যুমাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ

নিত্যদিন নানাজন না ফেরার দেশে চলে যাচ্ছেন। এই করোনা আবহে এটাই সবচেয়ে অসহনীয় ঘটনা।

মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপসহীন সাংবাদিক

খন্দকার মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপসহীন সাংবাদিক।

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের জীবনাবসান

image

এসএমপির এডিশনাল কমিশনার পরিবারসহ করোনায় আক্রান্ত

image

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে সিলেটে শােকের ছায়া

image

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে বিএনএ ওসমানী মেডিকেল শাখার শােক

image

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে সিলেট আ’লীগের শােক

image

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে আজকের সিলেট’র শােক

image