download

অজয় বড়ুয়ার প্রথম মৃত্যু বার্ষিকী আজ

image

দৈনিক সংবাদের প্রয়াত সাংবাদিক অজয় বড়ুয়া

আজ (১২ জুলাই) দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দৈনিক সংবাদের হয়ে ২০১৯ ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়েছিলেন। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কাভারও করেন। জুনের শেষ সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বড় ছেলে হীমাদ্রি বড়ুয়া টুটুলের বাসায় কয়েকদিন জ্বরে ভোগার পর ২৩ জুন লন্ডনের কিং জর্জ হাসপাতালে ভর্তি হন। নিয়োমোনিয়া, হৃদরোগ ও অন্যান্য জটিলতায় পরবর্তীতে তাকে সেন্ট বার্টস হাসপাতালে স্থানান্তরিত হয়েছিলেন। সেন্ট বার্টস হাসপাতাল থেকেই চির বিদায় নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর অজয় বড়ুয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াক্ষেত্রে অবদান স্বরুপ ব্লু পদক লাভ করেন। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদক ছিলেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর হয়ে ফুটবলও খেলেছেন।

স্বাধীনতার পর সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ার মনোনিবেশ করেন। ১৯৭৪ সালে দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। মৃত্যু অবধি তিনি সংবাদের ক্রীড়া সম্পাদক ও ইউনিট চীফ হিসেবে দায়িত্বরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ স্পোর্টজ জার্নালিস্টস এসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাহী কমিটির কয়েক বার সহ-সভাপতি, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আমরা চারজন

শিরোনাম থেকে আজ ২৪ নভেম্বর ২০২০ তারিখে বিয়োগ একজন। বিয়োজিত বন্ধুটিকে ধরণীর কোন প্রান্তে কোথায় অন্তিম শয়ানে রাখা হবে, সেটা নিয়ে তৎপরতা।

মৃত্যুমাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ

নিত্যদিন নানাজন না ফেরার দেশে চলে যাচ্ছেন। এই করোনা আবহে এটাই সবচেয়ে অসহনীয় ঘটনা।

মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপসহীন সাংবাদিক

খন্দকার মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আপসহীন সাংবাদিক।

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের জীবনাবসান

image

এসএমপির এডিশনাল কমিশনার পরিবারসহ করোনায় আক্রান্ত

image

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে সিলেটে শােকের ছায়া

image

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে বিএনএ ওসমানী মেডিকেল শাখার শােক

image

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে সিলেট আ’লীগের শােক

image

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে আজকের সিলেট’র শােক

image