বুধবার, ২৫ নভেম্বর ২০২০
নিজস্ব বার্তা পরিবেশক
মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মীদের নির্যাতনে পুলিশ বাহিনীর এক সদস্যের মৃত্যুর ঘটনায় সমালোচিত রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড’ প্রতিষ্ঠানটিতে কোন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (চিকিৎসা মনোবিজ্ঞানী) বা বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির (বিসিপিএস) কোন সদস্য কর্মরত বা যুক্ত ছিল না। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন বিসিপিএসের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুর রহমান।
বিজ্ঞপ্তিতে পুলিশ বাহিনীর সদস্যের নির্মম মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। এছাড়া, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ড. আব্দুল্লাহ আল মামুনের গ্রেপ্তারের বিষয় উল্লেখ করে হত্যাকান্ডের তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার এবং মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের অনাকাঙ্খিত চাপের মুখোমুখি না করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, বর্তমানে দেশে কর্মরত চিকিৎসা মনোবিজ্ঞানীর (ক্লিনিক্যাল সাইকোলজিস্ট) সংখ্যা প্রায় ৭০ জন। চিকিৎসা মনোবিজ্ঞানে মাস্টার্স এবং এমফিল ডিগ্রি অর্জন করলে একজন ব্যক্তি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদবী ব্যবহার করতে পারেন। সম্প্রতি রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড’ নামের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম চিকিৎসা নিতে যান। সেখানে এক পর্যায়ে তাকে এলোপতাড়ি মারধর করা হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে ‘মাইন্ড এইডে’ কর্মরত ক্লিনিকেল সাইকোলজিস্টের বিষয়টিও উঠে আসে।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।