মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে।এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৯ জনের শরীরে। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আর বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৮২৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আর এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
দীর্ঘ ৫৬ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা-চিলাহাটি-হলদিবাড়ী-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল।
করোনা টিকা দেয়ার জন্য ৪০ বছরের কম বয়সী সব শিক্ষকের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিক্ষকদের যত দ্রুত সম্ভব টিকা দেয়া হবে। তবে টিকা নেয়ার কারণে
ভারত থেকে করেনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান বাংলাদেশে এসেছে। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী