শুক্রবার, ০৫ মার্চ ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৯০ অবিলম্বে অনুসমর্থন, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নারী সমাবেশ করেছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
শুক্রবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য দেন-সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন সহিদ, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীম খান, জাতীয় প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রাজা।
সমাবেশে অন্যদের মধ্যে দেন ফেডারেশনের সহ-সভাপতি সেলিনা হোসেন, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, দপ্তর সম্পাদক রাবেয়া ইসলাম, প্রচার সম্পাদক তাহেরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে গার্মেন্টসে সংঘবদ্ধ হওয়ার ও যৌথ দরকষাকষির সুযোগ কম, তাই সেখানে নারীদের হয়রানিও বেশি।
সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকান্দার আলী বলেন, কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে বাংলাদেশ সরকারকে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করতে হবে।
সমাবেশে গার্মেন্টসে কর্মরত বিপুল পরিমাণ নারী অংশ নেন।
রেজাউল করিম
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
নিজস্ব বার্তা পরিবেশক
পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের অবদানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাবিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাবিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন।
মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের