মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি চিঠি গণমাধ্যমের কাছে এসেছে। তবে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্র মানা হয়নি দাবি করেছেন জাহাঙ্গীর আলম। একক সিদ্ধান্তে কাউকে বরখাস্ত করা যায় না- মন্তব্য দলের জ্যেষ্ঠ সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর।
দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের স্বাক্ষরিত অব্যাহতিপত্রে বলা হয়েছ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ‘আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল’ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে প্রাপকের স্থলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের নাম লেখা রয়েছে। গত ২১ নভেম্বর জাহাঙ্গীর আলমের দেওয়া বক্তব্য ‘ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বরাবরও।
চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। তিনি সংবাদকে বলেন, ‘দলকে স্বাধীনতাবিরোধী বললে তার তো আর কোনোকিছুই থাকে না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এদিকে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ জাহাঙ্গীর আলমের। তিনি সংবাদকে বলেন, অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র মানা হয়নি। অব্যাহতি দেওয়ার পূর্বে তাকে শোকজ করা হয়নি বলেও দাবি তার। তাছাড়া অব্যাহতিপত্র তার কাছে এসে পৌছায়নি বলেও দাবি তার।
আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, গঠনতন্ত্রের ৪৭ নম্বর অনুচ্ছেদের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, সংগঠনের যেকোনো শাখা তাহার যেকোনো কর্মকর্তা বা সদস্যকে দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকান্ডের জন্য স্ব-স্ব পদ বা দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। তবে এ ব্যাপারে উর্ধ্বতন শাখার অনুমোদন প্রয়োজন হইবে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট শাখার সাধারণ সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে। উর্ধ্বতন শাখা পরবর্তী এক মাসের মধ্যে তাহার সিদ্ধান্ত সংশ্লিষ্ট শাখাকে জানাইবে, অন্যথায় গৃহীত সিদ্ধান্তের সহিত উর্ধ্বতন শাখা একমত বলিয়া গণ্য হইবে।
কিন্তু জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি। জাহাঙ্গীর আলমকে শোকজ চিঠি কিংবা কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সংবাদকে বলেন, সাধারণ একজন সদস্যকেও অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। অভিযুক্তকে শোকজ করা তারপর দলের সদস্যদের সংখ্যগরিষ্ঠ মতামত প্রয়োজন। তাছাড়া জেলা কমিটির কাউকে অব্যাহতি বা বহিষ্কারের এখতিয়ার কেবল দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা রাখেন। সভাপতি-সেক্রেটারির একক সিদ্ধান্তে কাউকে অব্যাহতি দেওয়া যায় না। সভাপতি ও সাধারণ সম্পাদক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন বলেও মন্তব্য করেন সেলিনা হায়াৎ আইভী।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সংবাদকে বলেন, ‘চিঠিতেই সবকিছু উল্লেখ করা হয়েছে। অব্যাহতি দেওয়ার এখতিয়ার আমাদের আছে। বিস্তারিত জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে কথা বললে সব জানতে পারবেন।’ এই বলে কলটি তিনি কেটে দেন।
এদিকে বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি। পরে সন্ধ্যায় তার মুঠোফোনের নম্বরে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, শনিবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগের মানববন্ধনে অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। সোনারগাঁয়ে জিআর ইনস্টিটিউশনে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে ফেলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। ওই মানববন্ধনে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ‘আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী’ দল উল্লেখ করেন জাহাঙ্গীর আলম। এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে এটি ‘অনিচ্ছাকৃত ভুল’ দাবি করে ক্ষমা প্রার্থনা করেন এই আওয়ামী লীগ নেতা। এই ঘটনার চার দিনের মাথায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম সংবাদকে বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সাথে ছাত্রজীবন থেকে সম্পৃক্ত। তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলাম, ওই কলেজের ছাত্রছাত্রী সংসদের জিএস ছিলাম। ছাত্রলীগ, যুবলীগ হয়ে আমি আওয়ামী লীগের রাজনীতিতে এসেছি। দলের দুঃসময়ে অত্যাচার, নির্যাতনও সহ্য করেছি। আমি দল সম্পর্কে সজ্ঞানে এমনটা বলার কথা চিন্তাও করি না। ওইদিন উত্তেজনাবশত ভুল শব্দ উচ্চারিত হয়েছে। এর জন্য আমি জাতির কাছে ক্ষমা প্রার্থনাও করেছি।’
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
সংবাদ অনলাইন ডেস্ক
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় সিলেটের ৪ জন মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে জরুরী
মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের
আওয়ামী লীগের কোন দায়িত্বশীল নেতা বা জনপ্রতিনিধি বিদ্রোহী প্রার্থীদের মদদ দিলে সংগঠনবিরোধী
করোনার টিকা নিয়ে সরকার বেহাল অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন
দেশবাসীকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা ও পোস্টার ঝুলাতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশ বাঁধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাথর নিক্ষেপ করে।
দেশবাসীকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই।
সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কেন্দ্র থেকে কঠোর বার্তা দিয়েও তৃণমূলে বিদ্রোহ ঠেকাতে পারছে না আওয়ামী লীগ।
শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারে মুখরিত হয়ে ওঠেছে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা।
গণফোরামে এখন কোন সমস্যা নেই বলে জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।