বুধবার, ২৫ নভেম্বর ২০২০
স্পোর্টস ডেস্ক
সমতা ফেরানো গোলের পর রোনালদো
জুভেন্টাস, বার্সেলোনা, চেলসি এবং সেভিয়া দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। দলগুলো মঙ্গলবার রাতে নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে পরের রাউন্ডে উঠে গেছে।
জুভেন্টাস প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলে হাঙ্গেরির ফেরেন্সভারোসকে পরাজিত করে জি গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করেছে। একই গ্রুপ থেকে নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে বার্সেলোনাও। বার্সেলোনা এ দিন ৪-০ গোলে ডায়নামো কিয়েভকে পরাজিত করেছে। বার্সেলোনা ম্যাচ খেলে সব কটিতে এবং জুভেন্টাস চার ম্যাচ খেলে তিনটিতে জয়ী হয়ে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। পরের দুই ম্যাচের ফল যাই হোক না কেন এ দুটি দলের পরের রাউন্ড খেলায় বাধা হবে না।
ফেরেন্সভারোস প্রথমে গোল করে এগিয়ে গিয়ে বেশ চাপের মধ্যে ফেলে দেয়। খেলার ২০ মিনিটের সময়ে মিরটো উজুনি কাউন্টার অ্যাটাক থেকে গোলটি করেন। গোল খাওয়ার পর সেটি পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে জুভেন্টাস এবং ৩৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। রোনালদো পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল রিসিভ করে বা পায়ের প্লেসিং শটে গোলটি করেন। আলভারো মোরাতা ইনজুরি টাইমে গোল করলে জয় এবং পরের রাউন্ড নিশ্চিত হয় জুভেন্টাসের। কুয়াদ্রাদোর ক্রসে হেড করে মোরাতা গোলটি করেন।
গ্রুপের অপর ম্যাচে বার্সেলোনা এ দিন খেলতে নামে বলতে গেলে তাদের বি টিম নিয়ে। লিওনেল মেসিসহ নিয়মিত দলের আটজনকে বিশ্রাম দিয়ে দল গঠন করেন কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু তাদের দলের জয় পেতে কোন সমস্যা হয়নি। অবশ্য প্রথমার্ধের খেলা ছিল গোলবিহীন। দ্বিতীয়ার্ধে দারুন খেলে চারটি গোল করে বার্সেলোনা। গোলের সুচনা করেন সার্জিনো ডেস্ট ৫২ মিনিটে। এ গোলই যেন ডায়নামোর সব বাধ ভেঙ্গে দেয়। এর পর তারা করে আরও তিনটি গোল। এর মধ্যে ব্রেথওয়েট করেন জোড়া গোল। শেষ গোলটি করেন গ্রিজম্যান।
নক আউট পর্বে উছেছে ছেলসি এবং সেভিয়াও। ই গ্রুপ থেকে অলিভার জিরুদ বদরি হিসেবে নেমে ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন। চেলসি ২-১ গোলে পরাজিত করে রেনেসকে। অপর দিকে সেভিয়াও জয়ী হয় ইনজুরি টাইমের গোলে। মুনির এল হাদাদি করেন সেভিয়ার পক্ষে জয়সূচক গোলটি। তারা ২-১ গোলে পরাজিত করে রাশিয়ান দল ক্রাসনোডারকে। এছাড়া আরেকটি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে পরাজিত করেছে ক্লাব ব্রুগেকে।
ফরাসী জায়ান্ট পিএসজি ১-০ গোলে পরাজিত করেছে জার্মান দল লাইপজিগকে। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার। লাইপজিগ সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। এ জয়ের ফলে পিএসজি হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকলো লাইপজিগের চেয়ে। ২ ডিসেম্বর পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পিএসজি। এর ছয়দিন পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা খেলবে বাস্কসেহিরের বিপক্ষে।
ক্রীড়া বার্তা পরিবেশক
ক্রীড়া বার্তা পরিবেশক
ক্রীড়া বার্তা পরিবেশক
ক্রীড়া বার্তা পরিবেশক
চোট জর্জর খর্ব শক্তির দল নিয়েও অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার চার টেস্ট
শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড
সংবাদ স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিততে
ব্রিজবেনের গ্যাবায় ভারত - অস্ট্রেলিয়া চার টেস্ট মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ
শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তথা গল টেস্টের তৃতীয়
ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার চার টেস্ট সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় দিনে ব্রিজবেনের
গলের দ্বিতীয় দিনে জো রুটের সেঞ্চুরি শ্রীলংকা- অস্ট্রেলিয়া দুই টেস্ট সিরিজের প্রথম
ব্রিজবেনের গ্যাবা গ্রাউন্ডে অনুষ্ঠানরত ভারত অস্ট্রেলিয়া চার সিরিজের শেষ ম্যাচের প্রথম দিনে
ঘরের মাঠে গল স্টেডিয়ামে নাকি শ্রীলঙ্কা দল বরাবরই দাপট দেখিয়ে থাকে। অথচ
অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচ হেরেও সমতায় ফিরেছে ভারতীয়
কন্যা সন্তান নাকি সৌভাগ্যের প্রতীক। বিরাট কোহলি আর আনুশকা শর্মার ঘরে প্রথম
শেষদিনের রোমাঞ্চে পানি ঢেলে পানি ঢেলে ড্র হয়েছে ভারত অস্ট্রেলিয়া বর্ডার
সংবাদ স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্ট বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয়
বর্ডার-গাভাস্কার সিরিজের সিডনি টেস্টের চতুর্থ দিনে অজিরা জয়ের জন্য ভারতীয় দলকে
অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচ হেরেও সমতায় ফিরেছে ভারতীয়
কন্যা সন্তান নাকি সৌভাগ্যের প্রতীক। বিরাট কোহলি আর আনুশকা শর্মার ঘরে প্রথম
শেষদিনের রোমাঞ্চে পানি ঢেলে পানি ঢেলে ড্র হয়েছে ভারত অস্ট্রেলিয়া বর্ডার
সংবাদ স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্ট বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয়
বর্ডার-গাভাস্কার সিরিজের সিডনি টেস্টের চতুর্থ দিনে অজিরা জয়ের জন্য ভারতীয় দলকে
দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে
নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে ১০১