বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক
টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। তার অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে দলীয় ৪০০ রানের গণ্ডি পার করেছে বাংলাদেশ। মূলত মেহেদি হাসান মিরাজের লড়াকু ব্যাটিংয়ে প্রথম ইনিংসে এই স্কোর করতে পারলো টাইগাররা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার মাত্র দুই ওভার পরই সাজঘরে ফেরেন লিটন দাস। জোমেল ওয়ারিকান ফেরান লিটনকে। দ্বিতীয় দিন ঝুলিতে মাত্র ৪ রান যোগ করেন তিনি। এ নিয়ে ৬৭ বলে ৬ চারে মোট ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান।
লিটনের আউটের পর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। এরপর দলীয় ৩১৫ রানের মাথায় বিদায় নেন সাকিব আল হাসান। তাকেও ফেরান রাকিম কর্নওয়াল। বিদায়ের আগে ১৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এ নিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন সাকিব। এই ইনিংসের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায়ের পর হাফসেঞ্চুরির দেখা পান স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজের টেস্ট ক্যারিয়ারে এটি ছিল তার তৃতীয় হাফসেঞ্চুরি। ৯৯ বলে ফিফটি করেন এই ডানহাতি। ওয়ারিক্যান-কর্নওয়ালদের অসহায় বানিয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ১৬০ বলে এ শতকের ইনিংস খেলেন মিরাজ। ১৩ বাউন্ডারিতে এ শতক সাজিয়েছেন মিরাজ। তবে সেঞ্চুরির পর দ্রুতই সাজঘরে ফেরেন তিনি। তাকে বিদায় করেন রাকিম কর্নওয়াল। ফেরার আগে মেহেদি হাসান মিরাজ করেন ১৬৮ বলে ১০৩ রান।
শেষ পর্যন্ত ১৫০.২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে নাঈম হাসান ২৪ ও তাজুল ইসলাম ১৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ উইকেট নেন জোমেল ওয়ারিকান। রাকিম কর্নওয়াল নেন ২ উইকেট।
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
বেশ কয়েকদিন ধরেই বাড়ছিলো নভেল করোনাভাইরাস কভিড-১৯ এর সংক্রমন। অবস্থা সামাল দিতে
বাংলাদেশের ক্রিকেট দল ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত মাঠে নেমেছিলো ‘পঞ্চপান্ডব’ নামে
কিছুতেই কিছু হচ্ছেনা। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের জয় খুব কাছে এসেও
নিউজিল্যান্ডের মাটিতে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে টানা দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ ক্রিকেট
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ডানেডিনে আট উইকেটের বড়
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে টানা দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ ক্রিকেট