শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী ২০২১
স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো শুক্রবার ৩৬ বছর পূর্ণ করলেন। একজন স্ট্রাইকার হিসেবে তিনি এ বয়সেও দারুন খেলে চলেছেন শীর্ষ পর্যায়ের ফুটবলে, যা অবিশ^াস্য। কোপা ইটালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে বুধবার তিনি ইন্টার মিলানের বিপক্ষে করেছেন দুই গোল। এর ফলে চলতি মৌসুমে ইউভেন্টাসের হয়ে ২৩ ম্যাচ খেলে গোল করলেন ২২টি। সব মিলিয়ে ইটালির ঘরোয়া ফুটবলে তিনি শীর্ষ গোলদাতা এখন পর্যন্ত। রোমেলু লুকাকু তার চেয়ে দুটি গোল কম করেছেন। গত মৌসুমে সবচেয়ে বেশী গোল করা সিরো ইমোবাইল করেছেন চারটি কম। ৩৬ বছর বয়সী একজন ফুটবলারের ক্ষেত্রে এটা বলতে গেলে অবিশ^াস্যই। আসলে রোনালদো আর পাচজন স্বাভাবিক স্ট্রাইকারের মতো নন। তিনি নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করেন নিরন্তর। খেলার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তাইতো অনেক রেকর্ড এখন তার করায়াত্বে। মনে করা হচ্ছে তিনি যেভাবে খেলে চলেছেন তা ধরে রাখতে পারলে ৪০ বছর বয়সেও তিনি হয়তো শীর্ষ পর্যায়েই খেলতে থাকবেন। সিরি এ তে আড়াই বছর খেলেই তিনি অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। কোন সন্দেহ নেই যে আরও রেকর্ড তিনি করবেন। রোনালদো ২০১৮ সালে ১১ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে যোগ দেন ইউভেন্টাসে। তার পর থেকে এখন পর্যন্ত সিরি এ লিগে ৮০ ম্যাচ খেলে ৬৭টি গোল করেছেন। তার সমান গোল ইটালিতে কেউই করতে পারেননি। ইমোবাইল করেছেন ৬৪টি। ম্যাচ প্রতি তার গোল গড় ০.৮৪টি। ইটালিতে বয়স্ক খেলোয়াড় আরো একজন খেলছেন এবং তিনি হলে জøাতান ইব্রাহিমোভিচ। ইন্টারের হয়ে তিনিন ৫৮ ম্যাচ খেলে গোল করেছেন ৪৯টি। ২০১৯-২০ মৌসুমে রোনালদো ৩০ বছর বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে ত্রিশটির বেশী গোল করেন। সেবার তার গোল সংখ্যা ছিল ৩১টি। এর আগে রেকর্ডটি ছিল এডিন জেকোর অধীনে। তিনি করেছিলেন ২৯টি গোল। সিরি এ লিগে ৩০ বছরের বেশী বয়সী ১৪জন স্ট্রাইকার নিয়মিত খেলেছেন। তাদের মধ্যে জেকো একজন এবং তিনি এখনও খেলে চলেছেন। তার গোল সংখ্যা ৭৮টি। রোনালদো যেভাবে গোল করে চলেছেন তা ধরে রাখতে পারলে জেকোর রেকর্ডটিও তার করে নিবেন। রেকর্ড গড়াই যেন হয়ে উঠেছে রোনালদোর নেশা।
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
বেশ কয়েকদিন ধরেই বাড়ছিলো নভেল করোনাভাইরাস কভিড-১৯ এর সংক্রমন। অবস্থা সামাল দিতে
বাংলাদেশের ক্রিকেট দল ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত মাঠে নেমেছিলো ‘পঞ্চপান্ডব’ নামে
কিছুতেই কিছু হচ্ছেনা। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের জয় খুব কাছে এসেও
নিউজিল্যান্ডের মাটিতে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে টানা দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ ক্রিকেট
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ডানেডিনে আট উইকেটের বড়
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে টানা দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ ক্রিকেট