বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে একই দিন বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামস। এর ফলে আপাতত রেকর্ড সংখ্যক ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতার আশা শেষ গেলো নাদালের। অপর দিকে সেরেনার মিশন ছিল ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করা। সেটিও হলো না অস্ট্রেলিয়ার মাঠে। ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়েন সেরেনা।
সেরেনাকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন জাপানী তরুনী নাওমি ওসাকা। তিনি সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দেন সেরেনাকে। ৫দিনের লক ডাউন শেষে এ দিন অস্ট্রেলিয়ান ওপেনে সরাসরি দর্শকদের উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়, যদিও সীমিত সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সেরেনা ম্যাচটি শুরু করেছিলেন দারুনভাবে। ওসাকার সার্ভিস ব্রেক করেন শুরুতেই। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেন এবং এক পর্যায়ে টানা ৫টি গেম জিতে স্কোর করে ফেলেন ৫-২। সেরেনা নিজের সার্ভিসে গেম জিতে ৫-৩ করলেও ওসাকা নিজের সার্ভিসে গেম জিতে সেট জিতে নেন। ওসাকা ফাইনালে খেলবেন জেনিফার ব্রাডির বিপক্ষে। তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে ক্যারোলিনা মুকোভাকে পরাজিত করে ওঠেন ফাইনালে। ব্রাডির এটাই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল।
নাদালকে হারিয়ে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন গ্রীসের খেলোয়াড় স্টেফানোস টিস্টিপাস। রেকর্ড সংখ্যক ২০টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদালের বিপক্ষে স্মরনীয় এক লড়াইয়ের মাধ্যমে জয়ী হন টিস্টিপাস। প্রথম দুই সেটে হেরে যাওয়ার পরও বিস্ময়করভাবে ঘুরে দাড়ান তিনি এবং শেষ তিন সেট জিতে উঠে যান সেমিফাইনালে। টিস্টিপাস জয়ী হন ৩-৬, ২-৬ ৭-৬, ৬-৪ এবং ৭-৫ গেমে। লড়াইটি চলে প্রায় চার ঘন্টা ধরে। নাদাল তৃতীয় সেটের টাইব্রেকে এগিয়েও ছিলেন। কিন্তু তার পরেও তিনি ম্যাচ জিততে পারেননি। নাদালের বিপক্ষে প্রথম দুই সেটে পরাজিত হওয়ার পরও ম্যাচ জেতা দ্বিতীয় খেলোয়াড় হলেন টিস্টিপাস। প্রথমবার নাদাল এমনভাবে হেরেছিলেন ২০১৫ সালে ইউএস ওপেনে ফ্যাবিও ফগনিনির কাছে। ম্যাচ শেষে কোর্টে দাড়িয়ে দেয়া সাক্ষাতকারে টিস্টিপাস বলেন, ‘আমি বাকরুদ্ধ। এই মাত্র যা ঘটেছে তার বর্ননা করার কোন ভাষা আমার জানা নেই। এই পর্যায়ের টেনিসে এভাবে ঘুরে দাড়িয়ে ম্যাচ জেতার অনুভুতি অবিশ^াস্য। আমি নিজেকে উজাড় করে দিয়ে ম্যাচটিতে জিততে পেরেছি। আমি শুরুতে ছিলাম নার্ভাস। তৃতীয় সেটে গিয়ে বুঝতে পারলাম আমার আর ভয় পাওয়ার কিছু নেই। মনে হলো আমি ছোট একটি পাখির মতো উড়ছি। যা করতে চাচ্ছি তাই হচ্ছে।’ টিস্টিপাস এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই রজার ফেদেরারকে পরাজিত করেছিলেন।
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
বেশ কয়েকদিন ধরেই বাড়ছিলো নভেল করোনাভাইরাস কভিড-১৯ এর সংক্রমন। অবস্থা সামাল দিতে
বাংলাদেশের ক্রিকেট দল ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত মাঠে নেমেছিলো ‘পঞ্চপান্ডব’ নামে
কিছুতেই কিছু হচ্ছেনা। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের জয় খুব কাছে এসেও
নিউজিল্যান্ডের মাটিতে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে টানা দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ ক্রিকেট
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ডানেডিনে আট উইকেটের বড়
হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজে টানা দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ ক্রিকেট