রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১
স্পেনিশ লা লিগা
স্পোর্টস ডেস্ক
গোলরক্ষক থিবো কর্তোয়ার অসামান্য দৃঢ়তাপূর্ণ নৈপুন্য এবং ক্যাসেমিরোর দ্বিতীয়ার্ধে করা গোলের সাহায্যে রিয়াল মাদ্রিদ শনিবার ১-০ গোলে ভায়াদোলিদকে পরাজিত করে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে তিন-এ নামিয়ে এনেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো অনেকটা উচুতে লাফিয়ে উঠে হেডে বল পাঠান প্রতিপক্ষের জালে। তবে ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন গোলরক্ষক কর্তোয়া। তার অসামান্য দৃঢ়তার কারণেই রাজধানীর দলটি পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে। ইনজুরিতে জর্জড়িত রিয়ালকে এ ম্যাচে নামতে হয়েছে অনেকটা অনিয়মিত দল নিয়ে। সর্বশেষ ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন করিম বেনজামা এবং দানি কারভাহল। ফলে বেজনামার জায়গায় মাঠে নামানো হয় মারিয়ানোকে। রাইট ব্যাক পজিশনে কারভাহলের পরিবর্তে খেলেন লুকাস ভাজকেজ। খেলার শুরুর দিকেই গোলরক্ষক কর্তোয়া প্রতিপক্ষের দুটি আক্রমণ রুখে দেন। ফ্যাবিয়েন ওরেলানার শট ব্লক করার পরপরই তিনি বাচিয়ে দেন সেইডি ইয়ানকোর প্রচেষ্টা। মনে করা হয় ইয়ানকোর প্রচেষ্টা রুখে দেয়াটা ছিল কর্তোয়ার চলতি মৌসুমের সেরা সেভ। অপর দিকে মারিয়ানো দুইবার দারুনভাবে বল পাঠিয়েছিলেন প্রতিপেক্ষর জালে। কিন্তু দুইবারই লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় তার প্রচেষ্টা কোন কাজে লাগেনি। প্রথমার্ধে রিয়ালের সেরা সুযোগটি নষ্ট করেন ক্যাসেমিরো। টনি ক্রুসের ফ্রি কিক তিনি ঠিকমতো হেড করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লেফটব্যাক ফারল্যান্ড মেন্ডির ভুল ব্যাকপাস থেকে বল পেয়ে প্রায় গোল করে ফেলেছিলেন ভায়াদোলিদের ওরেলানা। কিন্তু এবারও দলের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসেন গোলরক্ষক কর্তোয়া। গোল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও কোন লাভ না হওয়ায় কোন যখন খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত নেন ঠিক তখনই গোলটি করেন ক্যাসেমিরো। প্রথমার্ধে ক্রুসের ফ্রি কিকে মাথা লাগাতে ক্যাসেমিরো ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধে তিনি ঠিকই হেডে বল জালে পাঠাতে সক্ষম হন। গোল করে এগিয়ে যাওয়ার পরও জিদান খেলোয়াড় পরিবর্তন করেন। তিনি আক্রমণভাগের তিন খেলোয়াড় অ্যাসেনসিও, ভিনিসিয়ুস এবং মারিয়ানোকে তুলে মাঠে নামান সার্জিও অ্যারিবাস, ইসকো এবং হুগো ডুরোকে। কোচের খেলোয়াড় বদল কাজে লেগেছিল। সুযোগও সৃষ্টি করেছিল রিয়াল। কিন্তু মেন্ডির ক্রসে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেনি অ্যারিবাস। অবশ্য বাকি সময় আর কোন গোল না হওয়ায় জিদানের দল পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরতে সমর্থ হয়।
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, তার সর্বশেষ উদাহরণ চট্টগ্রাম টেস্ট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন
:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুদ্রা নিক্ষেপে জয়ী হয়েছেন