রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১
স্পেনিশ লা লিগা
স্পোর্টস ডেস্ক
পেনাল্টি থেকে মেসি গোল করার পর তাঁকে অভিনন্দন জানাচ্ছেন সহখেলোয়াড়রা
ক্যাডিজের সাথে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা স্পেনিশ লা লিগার শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়েছে। রবিবার নিজেদের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলেও ম্যাচ জিততে পারেনি রোনাল্ড কোম্যানের দলটি। যদিও প্রথমার্ধে মেসির গোলে লিড নিয়েছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে অ্যালেক্স পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এবং শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। এ ম্যাচে দুই পয়েন্ট হারানোয় তারা দ্বিতীয় স্থান হাতছাড়া করেছে। আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের ম্যাচে পরাজিত হওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল শীর্ষস্থানীয় দলের সাথে তিন পয়েন্টের ব্যবধান কমানোর। কিন্তু তারা সে সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচটি ড্র করে ক্যাডিজ তাদের কাছ থেকে মূল্যবান একটি পয়েন্ট ছিনিয়ে নেয়। বার্সেলোনা হাতছাড়া করে দুই পয়েন্ট। তারা রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে আট পয়েন্টে পিছিয়ে পড়েছে।
বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে ম্যাচে ভাল করতে না পারলেও সাম্প্রতিক সময়ে লিগে ধারাবাহিকতাই দেখাচ্ছিল। কিন্তু রবিবার তাদের সে ধারাবাহিকতা হোচট খায়। বিশেষ করে তাদের রক্ষণভাগ চাপের মুখে খেই হারিয়ে ফেলে। সারা ম্যাচে দুই একবার ছাড়া প্রতিপক্ষ কোন সুযোগই তৈরী করতে পারেনি। অথচ সেই আক্রমণ প্রতিহত করতে গিয়েই লেংলেট প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়। বার্সেলোনার আক্রমণভাগের ব্যর্থতাও ছিল বিশেষভাবে উল্লেখ করার মতো। সারা ম্যাচে দাপট বজায় রাখলেও তারা পেনাল্টি ছাড়া প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয়। ক্যাডিজের রক্ষণভাগ বেশ দৃঢ়তার সাথেই সব আক্রমণ রুখে দিয়ে ম্যাচটি ড্র করে।
সংবাদ অনলাইন ডেস্ক
স্পোর্টস ডেস্ক
জসিম সিদ্দিকী, কক্সবাজার
স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন