মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
সিরি এ ফুটবল লিগ
স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো সিরি এ লিগে গোল করার ধারা বজায় রেখে তার দল ইউভেন্টাসকে আরেক সহজ জয় এনে দিয়েছেন। সোমবার তিনি ক্রোটনের বিপক্ষে হেডে করেন জোড়া গোল। এর ফলে তার দল আবার শিরোপার লড়াইয়ে ফিরে এসেছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা এখন আট পয়েন্টে পিছিয়ে আছে তৃতীয় স্থানে। নিচের দিকের দল ক্রোটন শুরুর দিকে বেশ ভালভাবেই ইউভেন্টাসের আক্রমনগুলো রুখে দিচ্ছিল। পর্তুগীজ তারকা রোনালদো প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙ্গে গোল করেন। বিরতির আগেই ব্যবধান দ্বিগুন করেন। এর ফলে রোনালদো চলতি মৌসুমে সিরি এ লিগে গোল করলেন ১৭টি। তিনি এখন গোলদাতাদের শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন রোমেলু লুকাকু।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ওয়েস্টন ম্যাককেনি গোল করলে ইউভেন্টাসের জয় নিয়ে সংশয় কেটে যায়। ম্যাককেনি গোলটি করেন কর্নার কিক থেকে বল পেয়ে। আন্দ্রে পিরলোর দল রোমাকে পেছনে ফেলে উঠেছে তৃতীয় স্থানে। রোমা আগের দিন বেনেভেন্টোর সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারানোয় সুবিধা হয় ইউভেন্টাসের। তারা এক পয়েন্টে পেছনে ফেলে রোমাকে। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে ইউভেন্টাস। দারুন খেলতে থাকা এসি মিলান সাম্প্রতিক সময়ে ভাল করতে পারছে না। তারা লিগে তাদের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে। সর্বশেষ রবিবার তারা মিলান ডার্বিতে ইন্টারের কাছে হেরেছে ৩-০ গোলে। ইউভেন্টাস টানা দশম সিরি এ লিগ শিরোপা জয়ের মিশনে রয়েছে। তারা মিলানের দল দুটির চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে। লিগে ৩৭তম ম্যাচে নিজেদের মাঠে ইন্টারের বিপক্ষে খেলবে ইউভেন্টাস। ক্রোটন আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। এটা ছিল তাদের টানা ৫ম পরাজয়।
সংবাদ অনলাইন ডেস্ক
স্পোর্টস ডেস্ক
জসিম সিদ্দিকী, কক্সবাজার
স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন