মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
মো. ছোলজার রহমান
১৬ মার্চ ২০১৯ থেকে শিক্ষা গ্রহণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিকল্প উপায় হিসেবে অনলাইন ক্লাসকে বেছে নেয়া হয়েছে। ইন্টারনেট সেবার সুবিধা, ব্যাপ্তি, মান, মূল্য, গতি, নেটওয়ার্ক ও সক্ষমতা বিচারে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। আই কন্ট্যাক্ট, প্রশ্নকরণ ও প্রশ্নোত্তর, দেয় পাঠ সমাপনের বাধ্যবাধকতা, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতাহীনতা ও পরীক্ষা উত্তীর্ণের দায়িত্ব না থাকায় অনলাইন শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীকে অংশগ্রহণে নিরুৎসাহিত করছে। ক্রমাগত বাড়ির চার দেয়ালের মধ্যে থেকে বাবা-মার একটানা পড়তে বলাটা একঘেয়েমিতে পরিণত হয়েছে। উচ্চ স্তরসমূহে কম-বেশি পরীক্ষায় অংশগ্রহণের আশা ও বাধ্যবাধকতা শুরু হওয়ায় উচ্চশিক্ষা স্তরের শিক্ষার্থীরা কিছুটা পড়াশোনায় ফিরতে শুরু করেছে। কিছু কিছু অভিভাবক অনলাইন কোচিং ও প্রাইভেট ব্যবস্থায় বাড়তি ব্যয় গুনছেন। কোচিং ও প্রাইভেট শিক্ষাদান কার্যক্রম অনলাইনের গন্ডি পেরিয়ে সরাসরি (ফেস-টু-ফেস) হতে শুরু করেছে। যানবাহনে বিধিনিষেধ তুলে নেয়ায় অনেক ক্ষেত্রেই ভিড় ও অতিরিক্ত যাত্রী পরিবহন পুরোদমে চলছে। চলছে না কেবল শিক্ষা কার্যক্রম। ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা থাকলেও তা মার্চ পর্যন্ত বাড়ানোর কথা শোনা যাচ্ছে। বৎসরের প্রথম দুসপ্তাহেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর পাঠ্য বই গ্রহণ সম্পন্ন হবে। তাই শিক্ষা কার্যক্রমেও সচল অবস্থা প্রবর্তন প্রয়োজন। সামাজিক দূরত্ব মেনে জানুয়ারির ১৬ তারিখ থেকে পরিকল্পিত উপায়ে শ্রেণী কার্যক্রম শুরু করা যেতে পারে, তার একটি রূপরেখা প্রণয়ন করা হলো।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৫টি শ্রেণী রয়েছে। কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম সংখ্যা সর্বনিম্ন ৩টি রয়েছে, কোন কোনটিতে একই শ্রেণীতে একাধিক সেকশন থাকায় কার্যত শ্রেণী সংখ্যা ৫-এর বেশি রয়েছে, সবচেয়ে কমসংখ্যক শিক্ষকের প্রাথমিক বিদ্যালয়েও কমপক্ষে তিনজন শিক্ষক রয়েছেন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি শ্রেণী, মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ৫টি শ্রেণী রয়েছে। একই শ্রেণীতে একাধিক সেকশন ও ধারা (সাইন্স, আর্টস, বাণিজ্য, কারিগরি, কৃষি) থাকায় অনেক মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণী সংখ্যা ৫-এর বেশি রয়েছে। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংখ্যা কমপক্ষে ৩টি এবং মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ৫টি রয়েছে, একাধিক সেকশন ও ধারাবিশিষ্ট বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংখ্যা ৬ বা তার বেশি হয়ে থাকে। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ও বসার ব্যবস্থার অপর্যাপ্ততা ও তারতম্য যা-ই থাকুক না কেন, শিক্ষক সংখ্যা যত কমই হোক না কেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের পরিকল্পনা করে সরাসরি শিক্ষাদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সপ্তাহে ৬ দিনের শিক্ষা কার্যক্রমে প্রতিদিন মাত্র ১টি করে শ্রেণীর শিক্ষার্থী স্কুলে উপস্থিত হবে। প্রাথমিক স্তরে প্রতিদিন একটি বিদ্যালয়ে একটি শ্রেণীর ৩০ থেকে ৪০ মিনিটের ৫-৬টি ক্লাস থাকবে। একটি শ্রেণীর শিক্ষার্থীকে ক্লাসরুম সংখ্যা ও শিক্ষক সংখ্যার ভিত্তিতে ১০-১৫ জনের ৩/৪/৫টি ক্ষুদ্র ভাগে ভাগ করে ৩/৪/৫ জন শিক্ষক ঘুরিয়ে ফিরিয়ে পাঠদান করবেন যাতে একজন বিষয় শিক্ষক প্রতিটি ক্ষুদ্রভাগে একই পাঠের ক্লাস নিবেন। অর্থাৎ, ইংরেজির শিক্ষক ১ম পিরিয়ডে ৫ম শ্রেণীর একটি ভাগের শিক্ষার্থীকে জেন্ডার পড়ালে ২য় পিরিয়ডে আর একটি ভাগে, ৩য় পিরিয়ডে আর একটি ভাগে জেন্ডার পড়াবেন। এভাবে একজন বিষয় শিক্ষক ওইদিনই সব ভাগের পৃথক পৃথক ক্লাসে একই পাঠ পড়াবেন। ওই দিনের শেষ পিরিয়ডে ৩০ মিনিটের একটি এক বিষয়ের এক অধ্যায়ের ৫ বা ১০ নম্বরের পরীক্ষা গ্রহণ করবেন যাতে ৫টি আধা/অল্প বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং কোন বিকল্প বা অতিরিক্ত প্রশ্ন থাকবে না। শ্রেণী ও সেকশন সংখ্যা ৫ এর বেশি না হলে ৬ষ্ঠ দিনটিতে পরীক্ষা নেয়ার জন্য শিক্ষার্থীদের অধ্যায়ভিত্তিক বাড়ির কাজ দেবেন এবং এক এক সপ্তাহে এক এক শ্রেণীর পরীক্ষা গ্রহণ করবেন। শিক্ষক সংখ্যা কম হলে প্রধান শিক্ষকগণও পাঠদান করবেন অথবা রোস্টার/রুটিন পরিকল্পনা, ক্লাস মনিটরিং এবং পরীক্ষার নম্বর সংরক্ষণ করবেন।
মাধ্যমিক স্তরে বিভিন্ন শাখা ও ধারা না থাকলে কিংবা শ্রেণী ও শাখা সংখ্যা ৬ এর কম থাকলে প্রাথমিকের জন্য বর্ণিত পদ্ধতি অনুসরণ করা যাবে। শ্রেণী ও শাখা সংখ্যা ৬-এর বেশি থাকলে শ্রেণীকক্ষ সংখ্যা ও শিক্ষক সংখ্যার ভিত্তিতে প্রতিটি শ্রেণীর মোট শিক্ষার্থীকে কয়েকটি ক্ষুদ্র শাখা/ভাগে ভাগ করে সামাজিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা করে প্রতিদিন একটি করে শ্রেণীর জন্য ক্লাস পরিচালনা করবেন। এক্ষেত্রেও একজন বিষয় শিক্ষক একটি দিনে একই পাঠ ঐ শ্রেণীর সকল ভাগে/শাখায় প্রদান করবেন। এক্ষেত্রেও সর্বশেষ পিরিয়ডে ৩০-৪০ মিনিটের একটি লিখিত পরীক্ষা ৫-১০ নম্বরের জন্য অধ্যায়ভিত্তিক অল্প/আধা বর্ণনামূলক বিকল্প প্রশ্নবিহীন গ্রহণ করবেন, এবং এক এক সপ্তাহে এক এক বিষয়ের একটিমাত্র পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিভাগের জন্য ল্যাবরেটরিতে সমস্যা সমাধানকে প্রাধান্য দিতে হবে। পরীক্ষার জন্য পাঠদান সমাপ্ত হওয়া অধ্যায়কে মনোনীত করে শিক্ষার্থীদের পূর্বের সপ্তাহে জানিয়ে দিতে হবে। গুরুত্বপূর্ণ/অনিবার্য বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কারণ ও প্রমাণ ব্যতিরেকে পরীক্ষায় অংশগ্রহণ না করলে অনুপস্থিত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর শূন্য দিয়ে হিসাব করতে হবে।
উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য/ব্যবসায় শিক্ষা গ্রুপের জন্য প্রতি সপ্তাহে প্রতি গ্রুপের জন্য দুই দিন করে ক্লাস রাখা সম্ভব হবে এবং প্রতিদিন সর্বাধিক ৬টি ক্লাস রাখা যাবে। প্রতি সপ্তাহে কমপক্ষে একটি বিষয়ের পাঠদান সমাপ্ত একটি অধ্যায়ের ১০-২০ নম্বরের একটি ১ ঘণ্টার পরীক্ষা গ্রহণ করতে হবে যাতে প্রচলিত বিভিন্ন দৈর্ঘ্যরে অতিরিক্ত প্রশ্নহীন ৫-১০টি প্রশ্ন থাকবে। বিজ্ঞানের ও আইসিটি বিষয়ের ব্যবহারিক বিষয়ের জন্য ল্যাবের ক্লাসকে প্রাধান্য দিতে হবে। অধ্যক্ষগণ রোস্টার/রুটিন পরিকল্পনা, ক্লাস মনিটরিং এবং পরীক্ষার নম্বর সংরক্ষণ করবেন।
[লেখক : সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ, সরকারি এমএম কলেজ, যশোর]
বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে জনজীবন বিপর্যস্ত। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও গত ৯ মাস ধরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
পুরো নাম ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’, একটি সংগঠনের জন্য নামটি যথেষ্ট
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ চলতি অর্থবছর ২০২০-২১ সালের প্রথম মাস তথা জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯১
দেশে লাখ লাখ রেকর্ড সংশোধনের মোকদ্দমা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সরকারি কর্মকর্তাদের অসহযোগিতা, আদালতে দীর্ঘসূত্রতা সেই সঙ্গে প্রয়োজনীয় বিচারিক কর্তৃপক্ষের অভাবে এসব মামলায় সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই।
শীতকাল দরিদ্র-গরিব মানুষের জন্য যেন এক অভিশাপের নাম!
ক’দিন আগে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও-লেভেলের এক ছাত্রী তার এক বন্ধুর বাসায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে।
সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে যন্ত্রসভ্যতা বিকশিত হতে থাকে। যা ক্রমবিকাশে চতুর্থ শিল্প বিপ্লবে এসে উপস্থিত হয়েছে।
কারও পক্ষে বিশ্বাস করাও কঠিন হবে যে দুই দশক আগে ২০০০ সালে বাংলাদেশে শিক্ষার ডিজিটাল যাত্রার সূচনা হয়েছে, আর তার দুই দশক পর বাংলাদেশ একটি নতুন দিগন্তে পা রেখেছে।
সে অনুসারে আগামী চার বছরে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
পদ্মা সেতুকে সবাই বলছেন বাংলাদেশের স্বপ্নের সেতু।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নিয়ে বড় বড় নেতাদের মুখরোচক বক্তব্য খুব আমোদজনক।
রাজধানী ঢাকাসহ প্রশাসনিক কেন্দ্র হিসেবে এবং শিল্প ও বাণিজ্যের দ্রুত বিকাশের অনুষঙ্গ হিসেবে গড়ে ওঠা শহরে বসবাসরত
আওয়ামী লীগের মাননীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন
১. পার্বত্য চট্টগ্রামের ম্রো জনগোষ্ঠীর কোন একজনকে প্রশ্ন করলে- কেমন আছে আদিবাসী ম্রোরা!
ইংরেজি নববর্ষ ২০২১-এর প্রথম দিনে বদলে গেল অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত।
১৯৭১ সালে দিনাজপুর জেলা শত্রুমুক্ত হওয়ার পর ভারতীয় সৈনিকদের একটি ক্যাম্প করা হয়েছিল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে।
হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ অভ্যাস; যার মাধ্যমে সহজেই অসুস্থতা থেকে বাঁচা যায়।
‘সব কিছুই আমরা ভুলে যাই’ এমন অপবাদ জাতিগতভাবে আমরা পেয়ে থাকি। দূরের ইতিহাস তো বটেই, খুব কাছের ইতিহাসই আমরা মনে রাখি না।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের দিনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
ব্রিটেনে রূপান্তরিত নতুন ধরন এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে।
বাঙালি মুসলমানের স্বরূপ উন্মোচন করতে গিয়ে প্রখ্যাত লেখক আহমদ ছফা বলেছেন, বাঙালি মুসলমানের মন যে এখনও আদিম অবস্থায়, তা বাঙালি হওয়ার জন্যও নয় এবং মুসলমান হওয়ার জন্য নয়।
প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু অভিজ্ঞতা থাকে। বড়দের বড় আর ছোটদের ছোট এই যা তফাৎ।
শিশুবেলায় সবুজ ও হলুদ রঙের কাঁঠাল পাতাকে টাকা বানিয়ে কে না খেলেছে?
২০২০ সাল শেষ হয়ে গেল। দেশের ষোলো কোটি মানুষ আগ্রহ ও উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে নতুন ২০২১ সালকে অভ্যর্থনা জানাতে।
প্রায় ৪০০ বছরের রাজধানী পুরান ঢাকার রয়েছে দীর্ঘকালের ঐতিহ্য।
ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে ফ্লাইওভারের নিচে সড়কে হকারদের জুতার দোকানে দোকানে ঘুরছিলেন আজিমপুর থেকে আসা আসাদ হোসেন।
সাপ নিয়ে কত না প্রবাদ প্রচলন গ্রাম-বাংলায় প্রচলিত আছে। তবে প্রবাদ বাক্য না নিয়ে সত্যিকার ঘটনাকে উদাহরণ দিয়ে লেখাটা শুরু করলাম।
একটা সময় ছিল যখন মানুষ ছিল জনবিচ্ছিন্ন, কুয়োর ব্যাঙের মতো নিজ গ্রাম বড়জোর স্বদেশই ছিল তার চেনা জগতের মধ্যে।
‘নব ভারতের হলদিঘাট’ বুড়িবালাম নদীর তীরে যে লড়াইয়ের কথা কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন সেই লড়াইয়ের সেনাপতি ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
পাকিস্তানি শোষনের বিরুদ্ধে ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত হয় ঐতিহাসিক ৬ দফা।
ভাস্কর্য ইস্যুটি বাংলাদেশে নতুন নয়। বহুদিন ধরেই চলে আসছে। ভাস্কর্য ভাঙ্গা,
শুরু হলো জ্বর, হাঁচি, কাশি। ডাক্তার বললেন, নমুনা দিয়ে আইসোলেশনে চলে যান।
সম্প্রতি ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশে করোনার রূপ বদল করে নতুন স্ট্রেনের ছড়িয়ে পড়ার খবরে পৃথিবীজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
১. ২০২০ সাল যাই যাই করছে, পৃথিবীর সব মানুষ পারলে অনেক আগেই এটাকে
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল।
বাবা ছোট একটি শব্দ হলেও এর ব্যাপকতা বিশাল। বাবা ডাকের মাঝেই লুকিয়ে আছে কি গভীর ভালোবাসা, নিরাপত্তা ও নির্ভরতা। জন্ম
বাঙালি মুসলমানের স্বরূপ উন্মোচন করতে গিয়ে প্রখ্যাত লেখক আহমদ ছফা বলেছেন, বাঙালি মুসলমানের মন যে এখনও আদিম অবস্থায়, তা বাঙালি হওয়ার জন্যও নয় এবং মুসলমান হওয়ার জন্য নয়।
প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু অভিজ্ঞতা থাকে। বড়দের বড় আর ছোটদের ছোট এই যা তফাৎ।
শিশুবেলায় সবুজ ও হলুদ রঙের কাঁঠাল পাতাকে টাকা বানিয়ে কে না খেলেছে?
২০২০ সাল শেষ হয়ে গেল। দেশের ষোলো কোটি মানুষ আগ্রহ ও উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে নতুন ২০২১ সালকে অভ্যর্থনা জানাতে।
প্রায় ৪০০ বছরের রাজধানী পুরান ঢাকার রয়েছে দীর্ঘকালের ঐতিহ্য।
ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে ফ্লাইওভারের নিচে সড়কে হকারদের জুতার দোকানে দোকানে ঘুরছিলেন আজিমপুর থেকে আসা আসাদ হোসেন।
সাপ নিয়ে কত না প্রবাদ প্রচলন গ্রাম-বাংলায় প্রচলিত আছে। তবে প্রবাদ বাক্য না নিয়ে সত্যিকার ঘটনাকে উদাহরণ দিয়ে লেখাটা শুরু করলাম।
একটা সময় ছিল যখন মানুষ ছিল জনবিচ্ছিন্ন, কুয়োর ব্যাঙের মতো নিজ গ্রাম বড়জোর স্বদেশই ছিল তার চেনা জগতের মধ্যে।
‘নব ভারতের হলদিঘাট’ বুড়িবালাম নদীর তীরে যে লড়াইয়ের কথা কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন সেই লড়াইয়ের সেনাপতি ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
পাকিস্তানি শোষনের বিরুদ্ধে ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত হয় ঐতিহাসিক ৬ দফা।
ভাস্কর্য ইস্যুটি বাংলাদেশে নতুন নয়। বহুদিন ধরেই চলে আসছে। ভাস্কর্য ভাঙ্গা,
শুরু হলো জ্বর, হাঁচি, কাশি। ডাক্তার বললেন, নমুনা দিয়ে আইসোলেশনে চলে যান।
দেশের ইসলামপন্থি দল হেফাজতে ইসলাম ঢাকার ধোলাইরপাড় চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে গত কিছুদিন যাবত প্রতিবাদ, বিক্ষোভ করে আসছে।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাত সর্বাধিক গুরুত্বপূর্ণ। জীবন-জীবিকার পাশাপাশি জাতির সার্বিক উন্নয়নে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
যে কোন যুদ্ধে সবচেয়ে প্রথম এবং বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী (বর্তমানে রোহিঙ্গা মহিলারা)।
মহামতি বুদ্ধ একদিন তার শিষ্যদের নিয়ে বসে আছেন। এমন সময় এক লোক এসে তার মুখে থুতু ছিটিয়ে দিল।
উজলপুর বাংলার শ্যামলিময় সবুজে ঘেরা একটি গ্রাম। ‘৭১ সালে এখানে পাকিস্তানি সেনা ও তার দোসর রাজাকার বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ হয়েছিল মুক্তি সেনাদের।
বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যত সুযোগ-সুবিধা দিয়েছে অতীতে কোন সরকারই তা করেনি।
যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনাটোলা নামক বাজারে একটি পাকিস্তানি সেনা ক্যাম্প ছিল।
আমরা অভাগা বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথার্থ মূল্যায়ন করতে পারলাম না।
১৯৭১ সালের যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের রাষ্ট্রের আবির্ভাব হয়েছে।
ভদ্র হিসেবে গড়ে তুলতে গিয়ে আমরা আমাদের ছেলেমেয়েদের প্রতিবাদহীন নিষ্কর্মার ঢেঁকি অর্থাৎ অকোজো করে গড়ে তুলছি না তো?
তথ্যমতে এ বছরে গত ১০ মাসে অত্যন্ত কমপক্ষে ৪২ জন বাংলাদেশি সাধারণ জনগণ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছেন।